ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভ্যালেন্টাইন্স ডে’র (Valentine’s Day) আগেই শহর কলকাতায় এসেছিলেন সোনু নিগম (Sonu Nigam)। কলকাতায় (Kolkata ) আসার আগে ঝরঝরে বাংলায় জানিয়ে দিয়েছিলেন, “আমি আসছি”। স্বাভাবিক ভাবেই উন্মাদনা ছিল প্রচুর। কলকাতা কনসার্টের টিকিট বিকিয়েছে চড়া দামে। কিন্তু কলকাতায় অনুষ্ঠান করতে এসেই হঠাৎ মেজাজ হারিয়ে ফেললেন সোনু। দর্শক শ্রোতাদের উপর কিছুটা ক্ষুব্ধ হলেন। কিন্তু কেন? হঠাৎ করে মাইক্রোফোন হাতে নিয়ে চিৎকার করে বললেন, “যান গিয়ে ভোটে দাঁড়ান”। এমনটা তো তার অনুরাগীরা আশা করেননি। দূর দূরান্ত থেকে অনেকেই গত ৯ তারিখের রাতে উপস্থিত হয়েছিলেন সোনু নিগমের শো’তে। ঠিক কী হয়েছিল সে দিন?
কলকাতাবাসীকে ধমক দিলেন সোনু (Sonu Nigam)
পরনে সবুজ সোনালী স্যুট। মঞ্চে উঠে নিজের ভঙ্গিমায় গান শুরু করেন। ৯ ফেব্রুয়ারি কলকাতার অনুষ্ঠানে তিনি আসবেন, সে কথা আগেই জানা গিয়েছিল। কিন্তু তিনি গান শুরু করার পর যা ঘটল, তা দেখে শিল্পী নিজেই অবাক। গায়ককে (Sonu Nigam) দেখতে উদগ্রীব দর্শকরা। বারবার তারা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়তে শুরু করেন। তাতেই ক্ষুব্ধ হন গায়ক। হঠাৎ করে মাইক হাতে ধমক দিয়ে বললেন, “এতই যখন শখ, দাঁড়িয়ে থাকার, যান না ভোটে দাঁড়ান”। যদিও পরের মুহূর্তে, নিজেই দর্শকদের বসে পড়ার অনুরোধ করেছেন। অনুরোধের সুরেই বলেন, “তাড়াতাড়ি বসে পড়ুন, আমার সময় চলে যাচ্ছে, এরপর অনেকগুলো গান গাইতে হবে”। রীতিমত বকুনি দিয়ে বলেন, “একদম চুপ করে বসবেন”।
গানের জাদুতে বুঁদ শ্রোতারা (Sonu Nigam)
আসলে বড় বড় শিল্পীরা যখন কোনও অনুষ্ঠানে যান, তাদের হাতে সময় মাপা থাকে। তার মধ্যে থাকে দর্শকদের নানান আবদার। শিল্পীদের (Sonu Nigam) সেই কথা রাখতেও হয়। অভিযোগ উঠেছিল, ৯ তারিখ রাতে বহু দর্শক সোনুকে দেখার জন্য মাঝেমধ্যে আসন ছেড়ে উঠে যাচ্ছিলেন। তাতেই কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই পরিস্থিতি ভালোভাবে নেননি গায়ক। তবে সোনু নিগমের বকুনিকে গায়ে মাখেনি কলকাতাবাসী। বরং তাঁর গানের জাদুতে বুঁদ হয়েছিল শ্রোতারা।
আরও পড়ুন: Debadrita Basu: ভালোবাসা দিবসেও শুটিংয়ের চাপ, ট্রাইব টিভিতে ফাঁস রাহুল-দেবাদৃতার প্ল্যানিং!
টিকিটের চাহিদা ছিল তুঙ্গে
৯ ফেব্রুয়ারি কলকাতায় আসার প্রায় মাস দুয়েক আগে থেকেই সোনুর অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে। চাহিদা এতটাই তুঙ্গে ছিল যে, অনুষ্ঠানের স্থান পর্যন্ত পরিবর্তন করেছেন আয়োজকরা। অনুষ্ঠানটি হয়েছে রাজারহাটে।
আরও পড়ুন: Salman Khan: প্রেমিকা ঠকালে কী করবেন? সলমন দিলেন ভাঙা হৃদয় ঠিক করার উপদেশ
রোমান্টিক কন্ঠে মাতল কলকাতা
প্রসঙ্গত, কিছুদিন আগেই পুনেতে একটি লাইভ শো চলাকালীন শিল্পী কোমরে চোট পেয়েছিলেন। স্টেজ থেকে তাঁকে নেমে যেতে দেখা গিয়েছিল। ওই ঘটনার কিছুদিন পরেই খাঁটি বাংলায় জানিয়েছিলেন, তিনি কলকাতায় আসবেন। তাঁর রোমান্টিক কন্ঠে ভালোবাসার আমেজ মেতে উঠবে কলকাতা। অক্ষরে অক্ষরে মিলে গেল সেই কথা।