Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটা সিনেমা, আর তাতেই রাতারাতি গোটা দেশ জুড়ে রীতিমত সুপারহিট হয়েছেন অভিনেত্রী শ্রীলীলা (Sreeleela)। বয়স খুব বেশি নয়। কিন্তু ব্যক্তিগত জীবনে রয়েছে নানান চড়াই উতরাই। বিয়ের আগেই এখন তিনি তিন সন্তানের জননী। অভিনেত্রীর কাঁধে এখন অনেক দায়িত্ব। আবারও অভিনেত্রীর ঘরে এসেছে নতুন সদস্য। সেই খুদে সদস্যকে নিয়েই এখন ব্যস্ত শ্রীলীলা।
কার্তিক আরিয়ানের সাথে প্রেমের গুঞ্জন (Sreeleela)
‘পুষ্পা ২’ (Pushpa 2) এর কিসিক গান, আর সেই গানে গোটা দেশের দর্শক থেকে শুরু করে অনুরাগীদের মনে হিল্লোল তুলেছিলেন শ্রীলীলা (Sreeleela)। অভিনেত্রীর বয়স বেশি নয়, এখন মাত্র ২৩। শ্রীলীলার কেরিয়ার গ্রাফ এখন বেশ ঊর্ধ্বমুখী। হাতে একাধিক কাজ। এই মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন ‘আশিকি ৩’ ছবির শুটিংয়ে। শ্রীলীলার বিপরীতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। অর্থাৎ অভিনেত্রী দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি এখন বাজিমাত করতে চলেছেন বলিউডেও। অভিনেত্রীর কিন্তু বিয়ে হয়নি। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন বলছে, শ্রীলীলা নাকি প্রেম করছেন কার্তিক আরিয়ানের সঙ্গে। যদিও এটা পুরোটাই গুঞ্জন। এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর পড়েনি। এসবের মাঝে তাঁর কন্যা সন্তানের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন । এই শিশু শ্রীলীলার তৃতীয় সন্তান।
কী লিখলেন অভিনেত্রী? (Sreeleela)
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শিশু কন্যার সঙ্গে তাঁর ছবি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন। ছবিটি পোস্ট করে লেখেন, “ঘরে আরও একজন নতুন অতিথি। আমার হৃদয়ে তোমাকে স্বাগত।” শ্রীলীলার ওই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। শুধু তাই নয়, অনুরাগীদের প্রত্যেকটি মন্তব্য অত্যন্ত ইতিবাচক। আসলে এত কম বয়সে এত বড় দায়িত্ব নেওয়ার সাহস অনেকের থাকে না। যেটা করে দেখিয়েছেন শ্রীলীলা।
আরও পড়ুন: Ferari Fauj: উৎপল দত্তের ‘ফেরারী ফৌজ’-এর সফল ৫০ তম অভিনয়
বিয়ের আগেই ৩ সন্তানের মা
সময়টা ২০২২ সাল, তখন অভিনেত্রী একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানে গুরু আর শোভিতা নামক বিশেষ ক্ষমতা সম্পন্ন দুই শিশুকে দেখামাত্রই অভিনেত্রীর মনে মায়া জন্মায়। তিনি দুই শিশুকে দত্তক নেন। বিয়ের আগেই দুই সন্তানের মা হয়েছেন তিনি। আবারও তিনি এক কন্যা সন্তানকে দত্তক নিলেন।
আরও পড়ুন: Aamar Boss: রাজ্যসভায় ‘আমার বস’ এর প্রদর্শন! ব্যাপারটা কী? কবে দেখানো হবে?
ব্যক্তিগত জীবনে চড়াই উতরাই
অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে কম চড়াই উতরাই নেই। অভিনেত্রীর মা একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ। শোনা যায়, শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের সাথে তাঁর মায়ের বিচ্ছেদের পর শ্রীলীলার জন্ম। যখন অভিনয় দুনিয়ায় শ্রীলীলা প্রবেশ করেন, তখন অনেকে তাঁর সঙ্গে সুরপানেনি শুভকরের নাম জুড়ে দেন। কিন্তু শিল্পপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, শ্রীলীলা তাঁর মেয়ে নয়।