ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি শ্রীলীলা (Sreeleela) ও) এবং কার্তিক আরিয়ানের ( kartik Aaryan) নাম জড়িয়ে বলিউডে কম গসিপ হচ্ছে না! জোর আলোচনা চলছে, তাঁরা নাকি একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বলা ভালো, প্রেমের সম্পর্ক রয়েছেন। এবার শোনা যাচ্ছে অন্য কথা। শ্রীলীলার নাকি গায়ে হলুদ হয়ে গেল! এটা কি সিনেমার কোনও শুটিং? নাকি বাস্তবে এমনটা ঘটেছে? কী ঘটতে চলেছে কার্তিক এবং শ্রীলীলার (Kartik and Sreeleela) জীবনে?
শ্রীলীলার সিঁথিতে সিঁদুর! (Sreeleela)
কার্তিক ও শ্রীলীলার (Sreeleela) কতকগুলি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সবকটি ছবিতে দেখা গেছে, হলুদ মাখাচ্ছে অনেকজন মিলে। সকলের হাত থেকে হাসিমুখে হলুদ মাখছেন শ্রীলীলা (Sreeleela)। নিজের সংস্কৃতি মেনে সেজে রয়েছেন। পেলব নীল আর ঘিয়ে রঙ মিলেমিশে শাড়ির রঙ। চুলে ফুল। সাথে হালকা গয়না। সবচেয়ে বেশি নজর কেড়েছে, তাঁর কপালে লাল টিপ আর সিঁথির সিঁদুর। এই ছবি দেখে অনুরাগীরা অবাক। সত্যিই কি এই ছবি গুলি চর্চিত জুটির গায়ে হলুদের অনুষ্ঠানের?
নতুন ছবির প্রচার (Sreeleela)
তারকাদের নিয়ে অনুরাগীদের মধ্যে সচরাচর একটা কৌতূহল কাজ করে (Sreeleela)। আর এক্ষেত্রে অনুরাগীরা এমনটা ভেবে নিয়েছেন। কারণ কার্তিকের মা শ্রীলীলাকে খুবই পছন্দ করেন। অর্থাৎ হুবু বৌমার মধ্যে যে সমস্ত গুণ থাকা পছন্দ করেন, তা সবগুলি শ্রীলীলার মধ্যে আছে। তবে অনেকেই বলেছেন , এটি নাকি নতুন ছবির প্রচার। আবার অনেকেই মনে করেছেন, এটি উত্তর ভারতীয় এক রীতি। আবার কেউবা বলছেন, যদি গায়ে হলুদের অনুষ্ঠানই হয় তাহলে সিঁথিতে সিঁদুর থাকবে কেন? এক্ষেত্রে অনেকে মনে করিয়ে দিয়েছেন, দক্ষিণী নারীর চুলে ফুলের সাজ থাকে। আর অবিবাহিতরা কুমকুম কিংবা সিঁদুরের টিপ ব্যবহার করে।
আরও পড়ুন: Rituparno Ghosh: অভিভাবক হারা রাজ! ঊর্ধ্বমুখী কেরিয়ারে মিস করছেন ঋতুপর্ণকে
ঊর্ধ্বমুখী কেরিয়ার গ্রাফ
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ (Pushpa ২) এর কিসিক গান, আর সেই গানে গোটা দেশের দর্শক থেকে শুরু করে অনুরাগীদের মনে হিল্লোল তুলেছিলেন শ্রীলীলা। অভিনেত্রীর বয়স বেশি নয়, মাত্র ২৩। শ্রীলীলার কেরিয়ার গ্রাফ এখন বেশ উর্ধ্বমুখী। হাতে একাধিক কাজ। এই মুহূর্তে তিনি বেশ ব্যস্ত রয়েছেন ‘আশিকি ৩’ ছবির শুটিংয়ে। শ্রীলীলার বিপরীতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। কিছুদিন আগেই দুজনকে দেখা গিয়েছিল উত্তরবঙ্গে। মূলত শুটিংয়ের জন্য এসেছিলেন। তখনও নানান রোমান্টিক ফ্রেমে ধরা দিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: Sonam Kapoor: সবুজ পোশাকে ইতিহাস গড়লেন সোনম! সাহসী লুকের আড়ালে বড় সিক্রেট
বলিউডে বাজিমাত
অভিনেত্রী দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি এখন বাজিমাত করছেন বলিউডে। অভিনেত্রীর কিন্তু বিয়ে হয়নি। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন বলছে, শ্রীলীলা নাকি প্রেম করছেন কার্তিক আরিয়ানের সঙ্গে। যদিও পুরোটাই গুঞ্জন। অভিনেত্রীর আর একটা বড় গুণ রয়েছে। বিয়ের আগেই তিনি বেশ কয়েকজন সন্তানের মা। অর্থাৎ অসহায় কিছু সন্তানের দত্তক নিয়ে দায়িত্ব নিয়েছেন তিনি।