ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বদলে যাবে ঐতিহাসিক প্রেক্ষাগৃহের নাম (Star Theatre Name Change)। বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) । স্টার থিয়েটারের (Star Theatre) নাম আর স্টার থিয়েটার থাকবে না। নতুন নাম হবে বিনোদিনীর নামে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা (Star Theatre Name Change)
মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, নটী বিনোদিনীর (Noti Binodini) নামেই নামকরণ হবে এই থিয়েটারের (Star Theatre Name Change)। এই ঐতিহাসিক প্রেক্ষাগৃহের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে নটী বিনোদিনীর নাম। সোমবার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর একটা প্রশাসনিক সভা ছিল। সেই সভার ফাঁকেই তিনি মঞ্চ থেকে ঘোষণা করলেন, উত্তর কলকাতা স্টার থিয়েটারের নাম পরিবর্তন হবে। সেই অনুযায়ী প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
নেপথ্য কাহিনী (Star Theatre Name Change)
স্টার থিয়েটারের অন্যতম কারিগর বিনোদিনী সময়টা তখন ১৮৮৩ সাল। তৈরি হয়েছিল এই থিয়েটার। এর নেপথ্যে বিনোদিনীর ভূমিকা অন্যতম (Star Theatre Name Change)। যা কোনও দিনও ভোলার নয়। স্টার থিয়েটারের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে বিনোদিনীর লড়াই। যদিও শোনা যায়, নটী বিনোদিনীর সময়কালে এই থিয়েটারের নাম যে স্টার হবে, তা ঠিক করা হয়েছিল। এই প্রস্তাব দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং গুর্মুখ রায়। গুঞ্জন শোনা যায়, বিনোদিনী এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন।
আরও পড়ুন: Madhumita Sarcar: আফসোস করলেই থমকে যাবে মধুমিতার জীবন! ২০২৪ এ কী কী পেলেন?
থিয়েটার তৈরিতে ৫০ হাজার টাকা প্রদান
গিরিশ ঘোষের নেতৃত্বে বিনোদিনী গুর্মুখ রায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলেন। এই থিয়েটারটি তৈরি করার জন্য। ১৮৮৩ সাল, মনে বুঝতে পারছেন? তখন কিন্তু ৫০ হাজার টাকার মূল্য নেহাত কম নয়। অথচ প্রথমে ঠিক হয়েছিল, স্টার থিয়েটারের সঙ্গে জুড়বে বিনোদিনীর নাম। কিন্তু কলকাতার তৎকালীন সুশীল সমাজ সেটা ভালো ভাবে মেনে নেয়নি। ১৯২৮ সালে সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরির সময় বিডন স্ট্রিটে ভাঙা পরে স্টার। কিন্তু ইতিহাস মুছে যায়নি। পরবর্তী কালে হাতিবাগানের স্টার থিয়েটারের সঙ্গেও বারংবার মানুষের মনে উঠে এসেছে বিনোদিনীর নাম।
স্টার থিয়েটারের আজ যে ঐতিহ্যময় ইতিহাস, তার অন্যতম কারিগর নটী বিনোদিনী। তাই তাঁর নামে যখন ঐতিহাসিক প্রেক্ষাগৃহের নামকরণ হচ্ছে, এই সংবাদে খুশি অনেকেই। স্টার কর্তৃপক্ষও এই খবরে অত্যন্ত খুশি।
আরও পড়ুন: Diljit Dosanjh: আবারও বিতর্কে দিলজিৎ, মানলেন না নিয়ম! মোটা টাকা জরিমানা
নতুন বছরে আসছে ‘বিনোদিনী’
প্রসঙ্গত, নতুন বছরের ২৩ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra ) অভিনীত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়। এটি মূলত বিনোদিনীর বায়োপিক। স্টার থিয়েটারের নাম পরিবর্তন প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র বলেন, “আজকে মনে হচ্ছে, ১৪০ বছরের লড়াই সার্থক হল। এটা শুধু বিনোদিনীর জন্য নয়। বাংলার অগণিত নারীর জয়”।
রুক্মিণীর জন্য পজিটিভ পয়েন্ট
গত কয়েক বছর ধরেই বিনোদিনী চরিত্রের জন্য রুক্মিণীকে কম পরিশ্রম করতে হয়নি। তিনি যখন প্রথম এই সিনেমার চিত্রনাট্য পড়েন, তখন ছবিটা শেষ পর্যন্ত হবে কি না জানতেন না। কিন্তু বুঝতে পেরেছিলেন, প্রেক্ষাগৃহের নামটা বদলানো উচিত। ছবি মুক্তির আগেই স্টার থিয়েটারের নাম বিনোদিনী হতে চলেছে। রুক্মিণীর ‘বিনোদিনী’ ছবির জন্য এটি পজেটিভ পয়েন্ট। ‘বিনোদিনী’ ছবির নতুন পোস্টারও তৈরি। খুব দ্রুত সেই পোস্টার প্রকাশ পেতে চলেছে। সিনেমাটির এক ঝলক সামনে এসেছে। যেখানে রুক্মিণীকে দেখে বোঝাই যাচ্ছে, এই চরিত্রে অভিনয় করার জন্য অভিনেত্রীকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে।
১৪১ বছরের অপেক্ষা
প্রায় ১৪১ বছরের অপেক্ষা, তারপর নটী বিনোদিনীর নাম জুড়ছে স্টার থিয়েটারের সঙ্গে। অনেকেরই মতে, নটী বিনোদিনীর প্রতি এক সময় বঞ্চনা হয়েছিল। স্টার থিয়েটারের নাম নটী বিনোদিনী হলে, তিনি স্বীকৃতি পাবেন।