ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশনের দ্বন্দ্বে আবারও প্রশ্নের মুখে টলিউডের (Tollywood) অন্দরের শুটিংয়ের কাজ (Tathagata Mukherjee)। এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। অপরদিকে নীরব ফেডারেশন। শুটিং ফ্লোরে যাচ্ছেন না পরিচালকরা। গত বৃহস্পতিবার ফেডারেশনকে কিছু লিখিত শর্ত দিয়েছেন পরিচালকরা। তাদের দাবি মানলে, তবেই তারা শুটিং ফ্লোরে ফিরবেন। কিন্তু কোনও কর্ম বিরতিতে যাননি। তবে পরিচালকরা আউটডোর শুটিং চালু রেখেছেন। নেপথ্যে রয়েছে বেশ কয়েকটা কারণ। বাংলাতেই চলছে, অভিনেতা-পরিচালক তথাগত মুখার্জির (Tathagata Mukherjee) ‘রাস’ ছবির শুটিং। এ বিষয়ে কী বললেন তিনি?
চলছে আউটডোর শুটিং (Tathagata Mukherjee)
অভিনেতা-পরিচালক তথাগতর (Tathagata Mukherjee) কথায়, আউটডোরে তিনি শুটিং করছেন। আর এই শুটিং তিনি করছেন ডিরেক্টরস গিল্ডের সঙ্গে আলোচনা করে এবং তাদের সিদ্ধান্ত মতে। পরিচালকরা পুরো বিষয়টা সংবেদনশীল ভাবে ভাবছেন। কারণ বাইরে থেকে প্রোডিউসার এনে ছবি করা যে ঠিক কতটা কষ্টের, তা বলার অপেক্ষা রাখে না। তাই যারা আউটডোর শুটিং অলরেডি শুরু করে দিয়েছিলেন, তারা ইতিমধ্যেই প্রচুর টাকা ইনভেস্ট করেছেন। এবার হঠাৎ শুটিং বন্ধ করা মানে, ওই টাকাটা কিন্তু আর ফেরত আসবে না। সোজা কথায়, ব্যবসায়িক ক্ষেত্রে একটা বড়সড় ক্ষতি। তাই ডিরেক্টরস গিল্ডের সঙ্গে আলোচনা করে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী আউটডোর শুটিং চালু রয়েছে। তবে টলিপাড়ায় শুটিং ফ্লোরে ফেরেননি পরিচালকরা।
আবারও পরিচালকের ভূমিকায় তথাগত (Tathagata Mukherjee)
প্রসঙ্গত, আবারও পরিচালকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা তথাগত মুখার্জিকে (Tathagata Mukherjee)। এখন পার করছেন ব্যস্ত সময়। ‘রাস’ তাঁর তৃতীয় ছবি। এই ছবির গল্প সাজানো হয়েছে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের জীবনের একটি ছোট ঘটনা সহ তথাগতর ছোটবেলার বেশ কিছু টুকরো ঘটনা নিয়ে।
আরও পড়ুন: Neem Phooler Madhu: বিয়ের পর চাপে রুবেল! ‘নিম ফুলের মধু’র সেটে কী চলছে?
রাস উৎসবে ছবির ঘোষণা
২০২৪ এ রাস উৎসবের সময় তথাগত মুখার্জি তাঁর আসন্ন ছবি ‘রাস’ এর ঘোষণা করেছিলেন। ছবির ফার্স্ট লুকও প্রকাশ্যে এনেছিলেন। তারপর নতুন বছরের শুরুর দিনই প্রকাশ্যে আনেন ছবির পোস্টার। যেখানে বছরের প্রথম দিন রাসলীলা করতে দেখা যায় বিক্রম চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন: R G Kar: আরজি কর কাণ্ড এবার টিভির পর্দায়, ‘পুলিশ ফাইলস’ এ আসছে নতুন গল্প
ছবির গল্প
পোস্টারে মাথায় মুকুট পড়ে নজর কেড়েছিলেন দেবলীনা কুমার এবং অনসূয়া মজুমদার। এছাড়াও তাঁদের পাশে রাখা আয়নায় ফুটে উঠেছিল অনির্বাণ থেকে শুরু করে অর্ণদের মুখ। মূলত বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য, যৌথ বাঙালি পরিবারের অভ্যন্তরীণ ওঠাপড়া সহ ভালবাসার এক গল্প বলবে তথাগতর এই ‘রাস’ ছবি।