ট্রাইব টিভি ডিজিটাল: অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা(Tirupati Temple Stampede)। বুধবার সন্ধেয় ৮ টা নাগাদ অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরে টোকেন বিলির সময়ে ভক্তদের হুড়োহুড়ির সময় তার মাঝে পড়ে পদপিষ্ট হন ৬ জন(Tirupati Temple Stampede)। গুরুতরভাবে আহত হয়েছেন অনেক ভক্ত।
টোকেন বিলি শুরু হতেই বেড়ে যায় মাত্রাতিরিক্ত ভিড় (Tirupati Temple Stampede)
তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য টোকেন বিলি হচ্ছিল। পুজো দেওয়ার টোকেন নিতে গিয়ে তিরুপতিতে মাত্রাতিরিক্ত ভিড় হয়ে যায়। টোকেন দেওয়া শুরু হলেই হুড়োহুড়িতে পদপিষ্ট হন প্রচুর মানুষ(Tirupati Temple)। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি মহিলাকে ভিড় থেকে বের করে আনার সময়ই ভিড়ের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ফলে হুড়হুড়ি পড়ে যায় সেখানে। জানা যায় মহিলাটির নাম মল্লিকা।
অসুস্থ মহিলাকে হাসপাতাল নিয়ে যেতে খুলে দেওয়া হয়েছিল গেট (Tirupati Temple Stampede)
স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে মল্লিকা অসুস্থ হয়ে পড়েছিলেন ভিড়ের মাঝে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই খুলে দেওয়া হয়েছিল গেট। এই কারণে বাকিরা তাড়াহুড়ো করে মন্দির চত্বরে ঢোকার চেষ্টা করে। পদপিষ্টের ঘটনার সেটাই সূত্রপাত। টিকিট দেওয়ার জন্য ৯১টি কাউন্টার খোলা হয়েছিল। তবে আচমকা গেট খুলে দেওয়ায় ভিড়ের চাপ বাড়ে। যার ফলে দুর্ঘটনা(Tirupati Temple Stampede)।
আরও পড়ুন:Couple Suicide Case: ২৬ তম বিবাহবার্ষিকীর রাতেই আত্মহত্যা নাগপুর দম্পতির
কী বললেন প্রত্যক্ষদর্শীরা?
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তির কেউ কেউ দুর্ঘটনার জন্য ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতাকেই দায়ী করেছেন। তাঁরা বলেন যখন গেট খোলা হয়, তখন সেখানে মাত্র ৪ জন পুলিশকর্মী ছিলেন সেখানে। সেই কারণেই বিপুল ভিড় আছড়ে পড়ার মুহূর্তে ভিড় সামলানোই যায়নি। পর্যাপ্ত পরিমানে পুলিশ সেখানে উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তাঁরা।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা
বুধবার প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে রাতের দিকে আরও ৩ জনের মৃত্যু হয়েছে(Tirupati Temple Stampede)। এছাড়াও একাধিক আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন পুলিশ এবং মন্দির কর্তৃপক্ষ।
আরও পড়ুন:Cashless Treatment Scheme: পথ দুর্ঘটনায় আহতদের নগদহীন চিকিৎসার সুবিধা দেবে কেন্দ্র, ঘোষণা গডকড়ীর
কত দিন বৈকুণ্ঠ দ্বার দর্শনের কথা জানানো হয়েছিল?
১০ জানুয়ারি বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য ১ লক্ষ ২০ হাজার টোকেন বিলি করার সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ। আগেই তিরুমালা তিরুপতি দেবস্থানমের এক্সিকিউটিভ অফিসার জে শ্যামলা রাও জানিয়েছিলেন ১০ থেকে ১৯ জানুয়ারি বৈকুণ্ঠ একাদশী পালিত হবে। এই কদিনের মধ্যে বৈকুণ্ঠ দ্বার দর্শনও করা যাবে। সাত লাখ ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলেও ঘোষণা করেছিলেন তিনি। ৯টি কেন্দ্রে ৯৪টি কাউন্টার থেকে টোকেন বিলি হওয়ার কথা ছিল, কিন্তু ভিড়ের ধাক্কায় গোটা প্রক্রিয়া ব্যাহত হয় সেখানে।
শোকাহত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিরুপতি মন্দিরে যাচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সম্ভবত আহত ভক্তদের সঙ্গে দেখাও করতে পারেন তিনি। আহতদের চিকিৎসার বিষয়ে সবসময় খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সরকারি আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেখানে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এখনও পর্যন্ত মৃত ব্যক্তিদের পরিবারের জন্য কোনও আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে ঘোষণা করা হয়নি। তবে আহতদের চিকিৎসার ভার যে সরকার নেবে এমনটাই জানা গেছে।