ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রবীণদের জন্য নতুন স্বাস্থ্য বিমা প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং কেরল সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অভিযোগ, রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গ এবং দিল্লির তৃণমূল এবং আপ সরকার অসুস্থ মানুষকে কেন্দ্রীয় সরকারের সুবিধা থেকে বঞ্চিত করছে, যা অমানবিক৷ পশ্চিমবঙ্গ এবং দিল্লির প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী৷ পাল্টা জবাব দিল বাংলার শাসক দলও।
এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ”প্রধানমন্ত্রী অভিযোগ করে বলছেন পশ্চিমবঙ্গের মানুষ আয়ুস্মান ভারতের টাকা পাচ্ছেন না। এই টাকা কারা পাবেন? আয়ুস্মান ভারত প্রকল্পের ফর্ম পূরণ করতে গেলে সেখানে দেখা যায় লেখা রয়েছে, আপনার হাতে স্মার্টফোন থাকলে আপনি এই সুবিধা পাবেন না। এরকম আরও অনেক কিছুই লেখা রয়েছে। যারফলে সাধারণ মানুষের কাছে বিষয়টি স্পষ্টই নয়।”
আরও পড়ুন:https://tribetv.in/another-picture-of-ghatal-flood/
আরও পড়ুন:https://tribetv.in/man-allegedly-attacked-by-stabbing-in-kolkata/
কুণাল আরও বলেন, ” বাংলার মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথি দিচ্ছেন তাতে পরিবারের সবাই এই সুবিধা ভোগ করতে পাচ্ছেন। সবার জন্যই এই প্রকল্প। আর সেই কারণেই বিজেপির জোড়া তালিমারা অজস্র ফাঁকফোকর প্রকল্পের কোনও দরকার নেই পশ্চিমবঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত মানুষকে এই ধরনের বিবৃতি দেওয়ার আগে নিজে আগে শর্তগুলো জোরে জোরে পড়ুন। তাহলেই মানুষ বুঝে যাবেন কারা এটা পেতে পারেন আর কারা পাবেন না।”
প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প সংক্রান্ত একটি কর্মসূচিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”আমি দিল্লির এবং পশ্চিমবঙ্গের ৭০ বছরের বেশি বয়সি সমস্ত প্রবীণের কাছে ক্ষমা চাইছি যে আমি আপনাদের সেবা করতে সক্ষম হব না।” এর পরে তাঁর মন্তব্য, ”আমি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী, যে তাঁরা কেমন আছেন, সে বিষয়ে কোনও তথ্যই আমি পাব না। তাই কোনও সাহায্যও করতে পারব না। এর কারণ হল পশ্চিমবঙ্গের সরকার এবং দিল্লির সরকার এই আয়ুষ্মান যোজনায় যোগ দিচ্ছে না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মন্তব্যের পরই তাঁর এই প্রকল্প নিয়ে অভিযোগ প্রসঙ্গে মুখ খোলে তৃণমূল নেতৃত্ব।