ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৬ এর বিধানসভা নির্বাচনের এখনও ঢের দেরি। যদিও তার আগে দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। রদবদল করা হয়েছে সাংগঠনিক স্তরেও। তারপরেও থামছে না দলের গোষ্ঠীদ্বন্ধ (West Bengal News)। এবার নদিয়ার ভীমপুর থানার আসাননগর পঞ্চায়েত এলাকায় বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। আক্রান্ত ব্যক্তির নাম, আমানতুল্লা মণ্ডল। তাঁর বাড়ি পোড়াগাছা পঞ্চায়েত এলাকায়।
অভিযোগ, বিজেপি কর্মী রাজেশ মন্ডল, প্রভাত দাস রবিবার রাতে আমানতুল্লার বাইক আটকে মদ খাওয়ার টাকা দাবি করেন। আমানতুল্লা টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় তাঁকে বেধড়ক মারধর। মারামারির এক পর্যায়ে এসে পাশের দোকানের ভিতর ঢুকে যায় (West Bengal News)। সেখান থেকে নিয়ে এসে সিসিটিভি ক্যামেরার সামনেই তাকে বেধড়ক মারতে থাকে বলে অভিযোগ। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আসাননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: https://tribetv.in/bjp-leader-shankar-ghosh-attacks-wb-government-over-fake-passport-issues/
যদিও এই ঘটনায় পাল্টা তৃণমূল সমর্থক পিন্টু ,রিপন ও পার্থ সহ একাধিক ছেলেরা মিলে আসাননগর বাজারে রাজেশ মণ্ডলের বাবা গণেশ মণ্ডলকে দেখতে পেয়ে তাঁকে বেধড়ক মারধর করে। এরপর স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যায়। (West Bengal News) ঘটনায়, উভয় পক্ষই ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দু’পক্ষের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।