ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরশুমের মধ্যেই অবশেষে চার হাত এক হল অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদ্বীপ সরকারের। হাইপ্রোফাইল এই বিয়ের আসর বসেছিল জোকার কাছে একটি রিসর্টে। বিয়ের সন্ধ্যেবেলা সময় মতন পৌঁছে গেছিলেন নতুন বর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চার হাত এক হল টলিউডের এই নব দম্পতির।
বাঙালি সাবেকি সাজে দেখা মিলেছিল নতুন কনের। বর মশাইও ছিলেন ধুতি পাঞ্জাবিতে। একদম বাঙালি বিয়ের রীতিনীতি মেনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। রূপসার পরনে ছিল কালচে লাল রঙের বেনারসি , মাথায় ছিল মেরুন রঙের ওড়না। সমস্ত গয়না ছিল পুরনো দিনের গয়নার আদলে বানানো।
আরও পড়ুন: https://tribetv.in/miscreants-allegedly-attacks-bjp-leader-arjun-singh-today-morning/
এর সঙ্গে বর মশায়ের ধুতি পাঞ্জাবিতেও রুপসার শাড়ির সঙ্গে মানানসই মেরুন রঙের ছোঁয়া। বিয়ে বাড়ির সন্ধ্যায় উপস্থিত ছিলেন অভিনেত্রীর পরিবারের স্বজন থেকে শুরু করে কাছের বন্ধু-বান্ধব এবং টলিউড ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখেরা।
আরও পড়ুন: https://tribetv.in/rupa-ganguly-arrested-from-bansdhroni-police-station/
তবে অনুষ্ঠানের মাঝেই দেখা গেল অনন্যাকে নাচ করতে। শুভদৃষ্টির সময় কনেকে দেখা গেল ময়ূরপঙ্খীতে চড়ে রাজকীয়ভাবে এন্ট্রি নিতে। বাঙালি রীতিনীতি অনুযায়ী শুভদৃষ্টি, মালা বদল, সিঁদুরদান ও সাতপাকের মাধ্যমে নিজেদের বিয়ে সম্পন্ন করতে।