ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্রাইম থ্রিলারে ‘চালচিত্র’। “আমার কাজ কিন্তু অন্য কাউকে কপি করা নয়”। এমনটাই বললেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। কোনও চরিত্রে ক্যামেরার সামনে অভিনয়ের আগে কিভাবে স্টাডি করেন টোটা? হঠাৎ করে তিনি এই কপি করার কথাটাই বা কেন বললেন? সম্প্রতি নিশ্চয়ই দেখেছেন, ‘চালচিত্র’ ছবিতে পুলিশের ভূমিকায় টোটা রায়চৌধুরীর লুক দর্শকমহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ক্রাইম থ্রিলার অ্যাকশনে ভরা ‘চালচিত্র’।
ব্যতিক্রম ছবি (Tota Roy Chowdhury)
গত ২০ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি (Tota Roy Chowdhury)। যে তালিকায় ‘খাদান’, ‘সন্তান’ এবং ‘৫ নং স্বপ্নময় লেন’ এর পাশাপাশি জ্বলজ্বল করছে আরেকটি ছবি। প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ (Chalchitra)। একেবারেই ভিন্ন ঘরানার ছবিটি। ছবিটি যে দুর্দান্ত হতে চলেছে, সিনে প্রেমীরা ট্রেলার দেখেই আঁচ করতে পেরেছিলেন।
পুলিশের ভূমিকায় টোটা (Tota Roy Chowdhury)
ছবিটিতে টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury) রয়েছেন একজন পুলিশের ভূমিকায়। যার সামনে প্রচুর খুনের রহস্য। প্রত্যেকটি রহস্যের সমাধান করতে তিনি উদগ্রীব। ক্লু পাচ্ছেন, কিন্তু সমাধানে পৌঁছাতে পারছেন না। ছবির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, টানটান একটা উত্তেজনা। প্রতিমুহূর্তে দর্শকদের সামনে ছুঁড়ে দিচ্ছে এক গুচ্ছ প্রশ্ন। এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে টোটাকে ঠিক কতটা পরিশ্রম করতে হয়েছে? সবটাই জানালেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
আরও পড়ুন: Pousali Banerjee: জীবনের কঠিন সময় পার করলেন পৌষালী, নিজেকে কীভাবে মোটিভেট করেন?
স্ক্রিপ্ট গুরুত্বপূর্ণ
স্ক্রিপ্ট গুরুত্বপূর্ণ অভিনেতা টোটা রায়চৌধুরীকে পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য আগে কি কাউকে স্টাডি করতে হয়েছে? টোটার বক্তব্য, তিনি স্টাডি করেন একটাই জিনিস নিয়ে, সেটা হল স্ক্রিপ্ট। কারণ তিনি অভিনেতা। তিনি কাউকে স্টাডি করেন না। প্রথমে চরিত্রের ছবিকে নিজের মনে মনে নির্মাণ করেন। তাঁর এত বছরের ছবি দেখা, পড়াশুনা, মানুষের সঙ্গে মেলামেশার অভিজ্ঞতা চরিত্র নির্মাণে সাহায্য করে। আর সেটাই অভিনেতার কাজ। তাই অভিনেতা বললেন, ” আমার কাজ কিন্তু অন্য কাউকে কপি করা নয়”।
মাত্র ৩ ঘন্টার প্র্যাকটিসেই বাজিমাত
সম্প্রতি নিশ্চয়ই দেখেছেন, টোটা রায়চৌধুরীর একটা নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তারপরেই তুমুল চর্চা শুরু হয়। অনেকেই বলতে থাকেন, “কে বলেছে? বাঙালিরা নাচতে পারে না! টোটা তার সব থেকে বড় প্রমাণ”। এই প্রসঙ্গে টোটা বলেন, বাঙালি নাচতে পারে এটা আজকের কথা নয়। উদয় শঙ্করের কথা গোটা বিশ্ব জানে। সত্তরের দশকে, আশির দশকে বাঙালি শিল্পীরা প্রমাণ করে গিয়েছেন, বাঙালি নাচতে পারে। ….বর্তমান দিনে দাঁড়িয়ে যীশু খুব ভালো নাচে। অঙ্কুশও খুব ভালো নাচে। আমাকে বহুদিন মানুষ নাচতে দেখেনি। হঠাৎ নাচতে দেখে, কেউ কেউ হয়তো হতবাক। তাই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে”। জানেন! এই নাচটার জন্য অভিনেতা মাত্র তিন ঘন্টা প্র্যাকটিস করেছিলেন।
আরও পড়ুন: Raima Sen: ট্রোল মিম থেকে দূরে থাকেন রাইমা, চালচিত্রে স্ক্রিপ্ট না দেখেই কাজ!
চরিত্র আকর্ষণ করেনি
এই যে ‘চালচিত্র’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করা, কিন্তু কেন এই চরিত্রে অভিনয়ে রাজি হলেন? টোটার কথায়, চরিত্রটি তাঁকে আকর্ষণ করেনি। তাঁর থেকে বেশি আকর্ষণ করেছে, পরিচালক প্রতিম ডি গুপ্ত (Pratim D Gupta)। ওনার পরিচালনায় বেশ কয়েকটা ছবি টোটা দেখেছেন। যা তাঁকে প্রভাবিত করেছে। আকর্ষিত করেছে। পরিচালকের মেধা এবং গল্পের প্রতি সেই আকর্ষণের কারণেই ‘চালচিত্র’ ছবিতে টোটা অভিনয় করতে রাজি হয়েছেন। তিনি আশা করছেন, পরিচালক যে পরিশ্রম করেছেন, প্রযোজক যে পরিমাণে টাকা লগ্নি করেছেন, তারা যেন সেটা ফেরত পান। টোটা এখন মনেপ্রাণে চাইছেন, বক্স অফিসে ছবিটির সাফল্য।