ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘প্রতিদ্বন্দিতার ধারে পাশে কেউ নেই, মানুষ ভোট বাক্স কথা বলবে’, আত্মবিশ্বাসী তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (By Election) বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। সকাল থেকে সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের তপুবাইদ এলাকায় নির্বাচনী প্রচার করেন। একই সঙ্গে বিজেপি প্রার্থীর দাবি, গরীব-খেটে খাওয়া মানুষেরা সরকারী প্রকল্পে বাড়ি পায়নি, অথচ ওই মানুষ গুলোর ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের পেল্লাই সাইজের বাড়ি তৈরী হয়েছে। তবে এবার সব কিছুকে ছাপিয়ে ‘আরজি করের ঘটনা’ই ভোটের প্রধান ইস্যু বলে তিনি দাবি করেন অনন্যা রায় চক্রবর্তী।
বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী এদিন বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি চাষের জমিতে কর্মরত কৃষি শ্রমিকদের সঙ্গেও কথা বলেন। তবে গ্রামবাসীদের একাংশের দাবি সরকারী আবাস যোজনার বাড়ি তারা পাননি। বিধায়ক নির্বাচিত হলে আগামী দিনে ওই সব মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুন: বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ! অধরা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার
আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ, আক্রান্ত মহিলা
অন্যদিকে, বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর দাবিকে নস্যাৎ করেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। প্রচার কর্মসূচীর ফাঁকে তিনি বলেন, আরজি করের ঘটনা নিয়ে বিজেপি-সিপিআইএম রাজনীতি করতে চাইছে। ওনাদের আসল উদ্দেশ্য বিশ্বের চোখে বাংলাকে ছোটো করা। এরাজ্যের মায়েরা জানেন বর্তমান সময়ে তারা প্রত্যেকেই সুরক্ষিত আছেন। একই সঙ্গে সরকারী আবাস যোজনার টাকা বিজেপি আটকে রেখেছে বলেও দাবি করেন তৃণমূল প্রার্থী।