ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বয়স বেশি নয় (Vikrant Massey)। ফিল্মি কেরিয়ারে (Filmy career) সফলতার পথ সবে শুরু হয়েছে। বয়স এখন মাত্র ৩৭। যেখানে ষাটের দোরগোড়াতে গিয়েও সালমান শাহরুখ রীতিমত চুটিয়ে অভিনয় করছেন। সেখানে ফিল্মি কেরিয়ারের মধ্য গগনে থাকা সত্ত্বেও, অভিনয়কে আলবিদা জানালেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)। আর অভিনয় করবেন না। কিন্তু কেন? কী এমন হল অভিনেতার সঙ্গে? যে তিনি হঠাৎ করে অভিনয় ছাড়তে চাইছেন?
জনপ্রিয় অভিনেতা (Vikrant Massey)
জাতীয় পুরস্কার পেয়েছেন। সিনে সমালোচক থেকে শুরু করে দর্শকমহল। সবার কাছেই বেশ জনপ্রিয় বিক্রান্ত (Vikrant Massey)। রীতিমত বক্স অফিসে ফুল মার্কস নিয়ে পাস করেছে তাঁর ‘টুয়েলভথ ফেইল’ (12th Fail ) সিনেমাটি। প্রথমে অভিনয় শুরু করেছিলেন টেলিপর্দা থেকে। তারপর বড়পর্দায়। এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না। খুব কষ্ট করে নিজের কেরিয়ার তৈরি করেছেন। কাজে সবাইকে বুঝিয়েছেন, তিনি সত্যিই অভিনয় পারেন।
পেয়েছেন বহু পুরস্কার (Vikrant Massey)
জাতীয় পুরস্কার নিয়ে এসেছেন। ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের খেতাব পেয়েছেন, ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। দেড় দশক ধরে ধীরে ধীরে তাঁর কেরিয়ার তৈরি করেছেন। আর যখন সাফল্য ধরা দিল, তখনই কী না অভিনেতা বিক্রান্ত (Vikrant Massey) জানালেন, আর অভিনয় করবেন না। এটা তাঁর ভক্তদের জন্য অত্যন্ত মন খারাপের খবর তো অবশ্যই। পাশাপাশি নানান কৌতুহল জন্ম দিচ্ছে।
আরও পড়ুন: Raj Kundra House Raid: পর্ন কাণ্ডে ফের বিপাকে রাজ কুন্দ্রা! শিল্পা-রাজের বাড়িতে ED
হাতে প্রচুর কাজ
এই মুহূর্তে অভিনেতা বিক্রান্তের হাতে প্রচুর ছবি রয়েছে। কাজ করার অপশন রয়েছে। রবি শংকরের বায়োপিকে কাজও করছেন। ছবিটি রিলিজ হবে, আন্তর্জাতিক ময়দানে। এছাড়াও তাঁর সম্প্রতি দ্য সবরমতি রিপোর্টে (The Sabarmati Report) সাংবাদিক চরিত্রে অভিনয় করে, প্রচুর প্রশংসা পেয়েছেন। আর সেই তিনিই রবিবার ভোররাতে হঠাৎ করেই জানালেন, সিনে দুনিয়াকে তিনি বিদায় জানাচ্ছেন।
আরও পড়ুন: Yaalini Birthday: দেখতে দেখতে এক বছর পার, ইয়ালিনির জন্মদিনে আবেগঘন রাজ-শুভশ্রী
অনুরাগীদের মন খারাপ
স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মন খারাপ তো হবেই। যদিও তাঁর এই ইনস্টা পোস্টে, কিছুটা ধোঁয়াশা অবশ্যই রয়েছে। তিনি পোস্টে লিখেছেন, গত কয়েক বছরে তাঁর এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য ,প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছেন। তবে তিনি যত অগ্রসর হয়েছেন, বুঝতে পেরেছেন এবার তাঁকে ঘরে ফিরতে হবে। ঘরে ফেরার সময় এসেছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে। একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসেবে কিংবা একজন অভিনেতা হিসেবে। ২০২৫ সালে তিনি শেষবারের জন্য একবার দেখা দেবেন। যতক্ষণ না সঠিক সময় আসবে।

সকলকে ধন্যবাদ
তাঁর শেষ দুটো সিনেমার সঙ্গে প্রচুর স্মৃতি। সবকিছুর পর তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই সবকিছুর জন্য তিনি চিরকাল ঋণী থাকবেন। হঠাৎ করেই তাঁর এই সিনে দুনিয়াকে বিদায় জানানোটা মেনে নিতে পারছেন না অনেকেই। তবে আবার অনেকেই বিশ্বাস করছেন, অভিনেতার নতুন ফর্মে ফিরে আসবেন। হয়ত ২০২৫ পর্যন্ত সময় নিলেন, নিজেকে নতুন করে তৈরি করার জন্য।