ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদ-বেলডাঙার অশান্তি নিয়ে সোমবার বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক পুজোর সময় বেলডাঙার অশান্তি নিয়ে পুলিশ-প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করেছিল সেদিন তা নিয়েও বিধানসভায় ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। বলেন,” দাঙ্গা করে কিছু দুষ্টু লোক, আর ভোগে সাধারণ লোক।”
সোমবার বিধানসভায় বেলডাঙ্গার ঘটনা তুলে বিবৃতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”সেখানে কার্তিক পুজোর আলোয় আমার নামে গালাগালি দিয়ে লাইটিং হয়েছিল। আর একটা জায়গায় মহম্মদ প্রফেটকে গালি দিয়ে লাইটিং করা হয়েছিল। অনেকবার বারণ করা হয়। শোনেনি, তাতেই সংঘর্ষ। আমি সারা রাত জেগেছিলাম। ডিজি, চিফ সেক্রেটারি জেগেছিল। ডিজিকে পাঠিয়েছিলাম। ওখানে কারা এগুলো করে আমি জানি।”
আরও পড়ুন: https://tribetv.in/tmc-supremo-mamata-banerjee-took-charges-of-party-own-hand/
আরও বলেন, ”আমার ধর্ম নিয়ে কেউ বললে আমি সহ্য করব? আমি কী করেছিলাম সেদিন? বেলডাঙ্গার বিধায়ককে ডিসচার্জ করিয়ে এনেছিলাম। রেজিনগরের বিধায়কদের সঙ্গে কথা হয়েছে সারা রাত। হিন্দুদের এলাকায় যাতে কোনও গোলমাল না হয় পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। বলেছিলাম কেউ হাত দেবে না। পুলিশ তার মতো ব্যবস্থা নেবে। দাঙ্গা করে কিছু দুষ্টু লোক, আর ভোগে সাধারণ লোক।”
আরও পড়ুন: https://tribetv.in/tmc-mla-lovely-maitra-targets-opponents-over-rg-kar-protest-issue/
আরও পড়ুন: https://tribetv.in/bengal-bjp-in-the-face-of-central-leaderships-anger/
এখানেই শেষ নয়। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি আরও বলেন, ”আপনি আপনার ধর্ম নিয়ে লড়াই করুন। আমি সর্ব ধর্ম নিয়ে লড়াই করব। বিবেকানন্দের বাড়ি বেদখল হয়ে যেত, মাল্টি স্টোর বিল্ডিং হয়ে যেত। নিবেদিতার বাড়ি আমরা অধিগ্রহণ করে সংস্কার করেছিলাম। দার্জিলিংয়ে নিবেদিতার বাড়ি দখল করে নিয়েছিল বিমল গুরুংরা। আমরা এখান থেকে বেলুড় মঠের মহারাজকে নিয়ে গিয়েছিলাম। কথা বলে ওদের একটা ইয়ুথ হোস্টেলের বাড়ি দিয়ে এই বাড়ি ছাড়িয়ে ছিলাম। বিজেপি আমায় গালি দেয়। দিক। যা ইচ্ছে বলতে পারেন। কিন্তু সব ধর্মের সব মানুষ ভালো।”