ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবারই আভাস পাওয়া গিয়েছিল। কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে উত্তেজনা ছড়াতে পারে বঙ্গ বিধানসভায়। মঙ্গলবার বিধানসভায় ওয়াকফ ইস্যুতে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ বিল আনতে চলেছে তার তীব্র নিন্দা করেন তিনি। বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সম্পত্তি অধিগ্রহণ করে বিক্রি করে দিতে চাইছে।
সংখ্যালঘুদের সম্পত্তিতেও হাত দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ইসলাম ধর্মে আল্লার নামে দান করা সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে। অর্থমূল্যের বিচারে কিংবা মোট সম্পত্তির বিচারে এদেশে রেল ও প্রতিরক্ষার পরেই সবচেয়ে বেশি সম্পত্তি আছে ওয়াকফের। দেশজুড়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে আছে গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগ। দুর্নীতি সামাল দিতে ১৯৯৫ সালে ওয়াকফ আইনে সংশোধনী আনা হয়েছিল। তবুও দেশজুড়ে উঠেছে ওয়াকফে দুর্নীতির অভিযোগ।
এ রাজ্যে যখন বাম শাসন তখনও ওয়াকফ সম্পত্তি নিয়ে উঠেছিল বিস্তর দুর্নীতির অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গে ওয়াকফ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। ওয়াকফ আইনের সূত্র ধরে সিবিআই নবান্নকে জানিয়েছিল, আইন অনুযায়ী তারা তদন্তে অপারগ। তৃণমূল শাসনেও ওয়াকফ সম্পত্তি নিয়ে বহু দুর্নীতির অভিযোগ উঠেছে। দেশজুড়ে ওয়াকফ দুর্নীতির অভিযোগই মোদি সরকারের হাতিয়ার। কেন্দ্রের দাবি, ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি রোধ করতে, বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে ওয়াকফ আইনের সংশোধনী আনতে চাই মোদি সরকার।
আরও পড়ুন: https://tribetv.in/trinamool-congress-protest-centre-waqf-amendment-bill-at-bengal-assembly/
কেন্দ্রের এই পদক্ষেপের কথা চাউর হতেই বিতর্ক তৈরি হয় দেশজুড়ে। বিতর্কের সামনে মোদি সরকার ওয়াকফ সংশোধনী বিল সংসদে সরাসরি পেশ না করে গড়ে দিয়েছে যৌথ সংসদীয় কমিটি। এই কমিটি রাজ্যে রাজ্যে ঘুরে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে তৈরি করবে ওয়াকফ সংশোধনী বিল। এই কমিটির এক বৈঠকে রক্তারক্তির ঘটনাও ঘটে গিয়েছে। যৌথ সংসদীয় কমিটির রাজ্য সফরও বয়কট করেছে বিরোধীরা। সংসদে কমিটির বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতণ্ডা, মঙ্গলবার ফিরহাদ হাকিমের বক্তব্য জানান দিলো, ওয়াকফ সংশোধনী নিয়ে কী ভূমিকা নিতে চলেছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: https://tribetv.in/trinamool-congress-protest-centre-waqf-amendment-bill-at-bengal-assembly/
ফিরহাদ হাকিম মঙ্গলবার কার্যত খড়্গহস্ত ছিলেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। দেশজুড়ে, রাজ্যে রাজ্যে দাঙ্গার জন্য বিজেপিকে নিশানা করেন ফিরহাদ। মণিপুরের হিংসাত্মক পরিস্থিতির জন্য ফিরহাদের নিশানায় কেন্দ্রের ও মণিপুরের বিজেপি সরকার। প্রশ্ন উঠছে বিজেপির বিরোধিতার জন্যই কি ওয়াকফ বিলের বিরোধিতা করছেন ফিরহাদ? তিনি কি চান-না ওয়াকফে দুর্নীতি ঠেকাতে? এই প্রশ্নের মুখেও ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় তৃণমূল।