দুর্দান্ত 'কামব্যাক' শীতের, যদিও ক্ষণস্থায়ী শীতের রাজত্ব

ফের একবার শীতের হাওয়ায় লাগল নাচন। শনিবারও একধাক্কায় অনেকটা নামল পারদ। জারি রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা।

দুর্দান্ত 'কামব্যাক' শীতের, যদিও ক্ষণস্থায়ী শীতের রাজত্ব
ফাইল চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল:  রাজ্য জুড়ে শীতের আমেজ। কিছুদিন আগেই উধাও হয়েছিল শীত। তবে এরই মধ্যে ফের একবার শীতের হাওয়ায় লাগল নাচন। শনিবারও একধাক্কায় অনেকটা নামল পারদ। জারি রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। আপাতত আগামী তিন দিন সারা রাজ্যেই একই রকম ঠান্ডা থাকবে। পূর্বাভাস হাওয়া অফিসের। 

শেষ বেলায় শীতের দাপট। মাঘ মাসের শেষে ফের রাজ্য জুড়ে ফিরেছে শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রার পতন। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের আট জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকবে। যদিও আর বেশিদিন স্থায়ী হবেনা শীত। আগামী সপ্তাহেই ল্যাজ গুটিয়ে পালাবে ঠান্ডা। বাড়তে শুরু করবে তাপমাত্রা। মাঘের সাথে সাথেই বিদায় হবে শীতেরও।

সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে বাংলার আবহাওয়ার। শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে শৈত্যপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের। কনকনে ঠাণ্ডায় কাঁপতে পারে বঙ্গবাসী। পুরুলিয়া জেলায় রবিবারও শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুরের হাওয়া অফিস সূত্রে খবর, এই সপ্তাহের শুরুতে যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির উপরে উঠে গিয়েছিল, সেখানে সপ্তাহান্তে তাপমাত্রা নেমেছে ১৪.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।