ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার (Tollywood ) গোপনে গোপনে যে বিয়ের (Wedding )সানাই বেজে ছিল, তা অনেকেই টের পাননি। শুটিং থেকে ছুটি নিয়ে চুপিচুপি বিয়ে করলেন আনন্দী (Anandi) ধারাবাহিকের ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee Wedding)। একদিকে যখন শুটিংয়ের তুমুল ব্যস্ততা, তার ফাঁকেই তিনি সময় বার করে নিলেন। তাঁর জীবনের স্পেশাল দিনের জন্য। যতই ব্যস্ততা থাকুক, তা বলে কি বিয়ে হবে না? পর্দায় নয়, ছোট পর্দায় এই নায়ক বাস্তবে বিয়ে করলেন তাঁর প্রেমিকা দিশা দাসকে (Disha Das)।
একয়ি ছবি পোস্ট (Writwik Mukherjee Wedding)
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা বিয়ের (Writwik Mukherjee Wedding) আগের একটি ছবি পোস্ট করেছিলেন। স্পষ্ট বললেন না, তিনি বিয়ে করেছেন। কিন্তু লিখলেন আইবুড়ো ভাতের দিন শেষ। তবে সাত পাকে বাঁধা কিংবা মালা বদল করে নয়। এটা ভাবলে গুলিয়ে ফেলবেন। আসলে গত সোমবার অভিনেতা আইনি বিয়ে সেরেছেন। মাত্র ঘন্টা দুয়েক সময় লেগেছে। মঙ্গলবার থেকে আবার পুরনো মেজাজেই ফিরেছেন কাজে। দুই বাড়ির তরফ থেকে বিশেষ আয়োজন করা হয়েছিল। আনুষ্ঠানিক বিয়ে আপাতত পরে হবে। সেটা কবে হবে, এখনো জানা যায়নি।
দিশা কী কাজ করবেন পর্দায়? (Writwik Mukherjee Wedding)
এখন প্রশ্ন হল বিয়ের পর, দিশা কি ঋত্বিকের (Writwik Mukherjee Wedding) মতোই ছোট পর্দায় কাজ করবেন? উত্তরটা একেবারেই না নয়। তবে দু’জনে এখনো এই বিষয়ে কিছু ঠিক করেননি। দিশা ছোটপর্দায় আসবেন কী আসবেন না, সে তো সময় বলবে। এখন অভিনেতার জীবনে নতুন পথচলা শুরু। যার সঙ্গে তিনি থাকতে চেয়েছিলেন তাকেই বিয়ে করেছেন। সোজা সাপ্টা উত্তর অভিনেতার।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: মর্যাদার সঙ্গে আপস নয়, ডিভোর্সের গুঞ্জনের মাঝেই রাই সুন্দরীর বার্তা
ভাঙল ভক্তদের হৃদয়
‘এই পথ যদি না শেষ হয়’ এর টুবাইদার মহিলা অনুরাগী সংখ্যা কিন্তু কম নয়। সেই ভক্তদের হৃদয় ভেঙে মনের মানুষের সঙ্গে বিয়ে করলেন। আংটি বদল করেছেন। অভিনেতার স্ত্রী দিশা পেশায় সমাজ মাধ্যম প্রভাবী। কাজের সূত্রে দু’জনের আলাপ হয়েছিল। আংটি বদলের সময় দুজনের পরনেই ছিল, একদম বাঙালি সাজ। দিশা সেজেছিলেন ছিমছাম গয়নার সঙ্গে গোলাপি পাড় হলুদ সিল্কের শাড়িতে। অপরদিকে ঋত্বিক সেজেছিলেন ঘিয়ে রঙা সিল্কের পাঞ্জাবিতে। আইনি বিয়ের সময় সবুজ শাড়িতে সেজেছিলেন দিশা। ঋত্বিকের পরনে ছিল সবুজ পাঞ্জাবি।
আরও পড়ুন: Malaika Arora: অর্জুন সিঙ্গেল, মালাইকা মন দিলেন অন্য কাউকে?
কী ভাবে পরিচয়?
এই যুগলের পরিচয় কীভাবে? প্রোমোশনাল শ্যুটের সূত্র ধরে দিশার সঙ্গে অভিনেতার পরিচয় হয়। সামনাসামনি আলাপ বছর খানেক আগে। কিন্তু এত চটজলদি বিয়ের সিদ্ধান্ত কেন নিলেন? ঋত্বিকের বয়স প্রায় ৩৩ বছর হয়েছে। তাই মনে করছেন, এখন যদি বিয়ে না করেন তো কবে করবেন! আর তাছাড়া বাড়ির সবাই খুশি, তাদের বিয়ে নিয়ে।
আগেও বহু প্রেম
এর আগে অভিনেতার সঙ্গে বহুবার প্রেমচর্চা জুড়ে ছিল। তবে এই সেসব ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। শ্রীতমার সঙ্গেও নাম জড়িয়েছে। এসব গুঞ্জনকে অভিনেতা একেবারেই পাত্তা দেন না। এই মুহূর্তে সামাজিক বিয়ের আপাতত কোনও প্ল্যান নেই। মাত্র একটা দিনের ছুটি পেয়েছিলেন। আর সেই একটা দিনেই আইনে বিয়ে সেরেছেন।