ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই দিল্লিতে বিধানসভা। উঠেছে একাধিক বিতর্কিত মন্তব্য,এসবের মাঝেই যমুনার জল (Yamuna water poison row) নিয়ে বিতর্কে সরগরম পরিস্থিতি। যমুনার জল নিয়ে কি তদন্ত করে নির্বাচন কমিশন ?
দিল্লির মানুষকে বিপদে ফেলতে চায় বিজেপি: কেজরিওয়াল (Yamuna water poison row)
যমুনার জলে নাকি বিষ মেশাচ্ছে হরিয়ানার বিজেপি সরকার (Yamuna water poison row)। দিল্লির ভোটের মুখে এরকমই অভিযোগ তুলেছেন APP প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির বিধানসভা নির্বাচন সামনে রেখে যমুনা নদীর জল নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি অভিযোগ করেছেন, হরিয়ানার বিজেপি সরকার যমুনার জলে বিষ মেশাচ্ছে। এই মন্তব্যটি রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে, পাশাপাশি নির্বাচন কমিশনও বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কেজরিওয়ালের অভিযোগ, বিজেপি একাধিক ষড়যন্ত্রের মাধ্যমে দিল্লির মানুষকে বিপদে ফেলতে চায়, আর তা থেকেই এই বিষাক্ত জল বিতর্কের শুরু।
নির্বাচন কমিশনের কাছে অভিযোগ (Yamuna water poison row)
বিগত কয়েকদিন ধরে কেজরিওয়ালের এই অভিযোগ নিয়ে একদিকে যেমন রাজনৈতিক চাপানউতোর চলছে (Yamuna water poison row), তেমনি এর পেছনে সঠিক তথ্য ও প্রমাণ খুঁজে বের করার জন্য নির্বাচন কমিশন (Election Commission of India) কাজ শুরু করেছে। জনসমক্ষে সঞ্জয় সিং জানিয়েছেন, নির্বাচন কমিশন কেজরিওয়ালের মন্তব্যের( Yamuna water poison row) বিষয়ে তদন্ত করবে এবং যথাযথ পদক্ষেপ নেবে।
কী বললেন সঞ্জয় সিংহ
সঞ্জয় সিংহ বলেন, ইলেকশন কমিশন যমুনার জল নিয়ে কেজরিওয়ালের মন্তব্যের বিষয়ে তদন্ত করবে নির্বাচন কমিশন। সঞ্জয় সিংহ বলেন, কেজরিওয়াল BJP-র বিরুদ্ধে যে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন, তা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে । কমিশন এ বিষয়ে তথ্য সংগ্রহ করবে এবং যথাযথ সিদ্ধান্ত নেবে। এতে প্রশ্ন উঠছে, কেন এতদিন কেজরিওয়াল এই অভিযোগ তুলেননি? নির্বাচনকালের এই মন্তব্যের উদ্দেশ্য কি শুধুই রাজনৈতিক, নাকি সত্যিই যমুনার জল বিপজ্জনক হয়ে উঠেছে?
আরও পড়ুন: Budget Session: বাজেট অধিবেশনের আগে লক্ষ্মীর স্তব মোদির, উন্নয়নের মন্ত্রও বললেন প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর পাল্টা অভিযোগ
রাজনীতি ও নির্বাচনের গতি যখন এত দ্রুত পরিবর্তিত হয়, তখন যেকোনো ধরনের বিতর্ক দ্রুত পক্ষে বা বিপক্ষে প্রভাব ফেলতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi )অভিযোগ তুলেছেন, দুই রাজ্যের মধ্যে বিরোধ তৈরী করতে চাইছে কেজরিওয়াল
এই বিতর্কের পরিণতি কী হবে, তা এখন নির্বাচন কমিশনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করবে। তবে, ভোটের আগে এমন বিতর্ক উত্তেজনার সৃষ্টি করেছে, যা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।