ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী আইপিএলের নিলামে ঋষভ পন্থের (Rishabh Pant) জন্য লড়াইয়ে নামতে পারে বেশ কয়েকটি শিবির। সেই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে শাহরুখের দল। দলে রাখা হয়েছে গতবারের ছয় জন ক্রিকেটারকে। কিন্তু, এর মধ্যেই শাহরুখের দলে অভাব রয়েছে একজন অভিজ্ঞ অধিনায়কের। পাশাপাশি দলে নেই কোনও উইকেটকিপার। ঋষভ পন্থ (Rishabh Pant) একদিকে উইকেটকিপার অন্যদিকে অধিনায়ক হিসেবে অভিজ্ঞ। আবার ঋষভ পন্থ মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়েও বেশ পারদর্শী। ঋষভ পন্থকে দলে পেলে কলকাতা নাইট রাইডার্স অনেক শক্তিশালী হয়ে উঠবে এতে সন্দেহ নেই। এই জন্যই জল্পনা তৈরি হয়েছে আগামী আইপিএলের নিলামে ঋষভ পন্থকে নিজেদের দলে টানতে বড় অঙ্ক খরচ করতে পারে কেকেআর।
লড়বে চেন্নাইও (Rishabh Pant)
পন্থকে দলে নিতে মোটা অঙ্কের টাকা খরচ করতে পিছু হটবে না চেন্নাই সুপার কিংসও। কলকাতা নাইট রাইডার্সের মতোই চেন্নাই শিবিরও ঋষভ পন্থকে নিজেদের দলে টানতে চাইছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করেছেন ঋষভ পন্থ। তবে কী আইপিএলের আগামী নিলামে ঋষভ পন্থকে নিয়ে লড়াই হতে পারে চেন্নাই ও কলকাতার মধ্যে?
আরও পড়ুন: Rinku Singh: “পিকচার আভি বাকি হ্যায়”, কিসের ইঙ্গিত দিলেন রিঙ্কু?
কিপার ধোনি
চেন্নাই সুপার কিংসের উইকেটকিপার হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৪৩ বছর বয়সী উইকেটকিপার ধোনির পায়ের হাঁটুতে চোট রয়েছে। সেই চোট নিয়েই খেলেছেন গত দুটো আইপিএল। তবে চোট নিয়ে উইকেট কিপার হিসেবে খেলা ধোনির কাছে অনেক বেশি ধকলের। আর আগামী আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে সবকটি ম্যাচে দেখা যাবে কী না তার নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আর সেই জন্যেই বিকল্প উইকেট কিপারের সন্ধান করছে চেন্নাই সুপার কিংসও।আর সেই বিকল্প উইকেট কিপার হিসেবে চেন্নাই সুপার কিংসও ঋষভ পন্থকে দলে নেওয়ার কথা ভাবছে।
আগের অধিনায়ক
আগের আইপিএল-এ ঋতুরাজ গায়কোয়াডকে দলের অধিনায়ক করেছিল চেন্নাই সুপার কিংস। এবারেও তাকেই দলের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার সম্ভবনাই বেশি। কিন্তু চেন্নাই সুপার কিংস অভিজ্ঞ অধিনায়ককে দলে রাখতে অবশ্যই চাইবে। সঙ্গে মিডল অর্ডারের ব্যাটিং হিসেবেও দলকে শক্তিশালী করে তুলবে ঋষভ পন্থ।
আরও পড়ুন: IPL 2025: চ্যাম্পিয়ন অধিনায়ককে বিদায় KKR-এর, ধরে রাখল কাদের!
ধোনি-ঋষভ সাক্ষাৎ (Rishabh Pant)
ইতিমধ্যেই ঋষভের সঙ্গে দেখা করেছেন মহেন্দ্র সিং ধোনি। যে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রাক্তন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ক্রিকেটার সুরেশ রায়নাও। আর সেই সাক্ষাৎ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, সুরেশ রায়না। এই নিয়ে সুরেশ রায়না বলেন, “দিল্লিতে আমি ধোনির সঙ্গে দেখা করি। সেখানে আমাদের সঙ্গে পন্থও ছিল। কেউ এক জন খুব তাড়াতাড়ি হলুদ জার্সি পরবে।” তাহলে কী ঋষভের হলুদ জার্সি পরার ইঙ্গিত দিলেন রায়না? যদিও তা এখনো জানা যায়নি।
পিছিয়ে নেই বেঙ্গালুরুও
অন্যদিকে আইপিএলের নিলামে চেন্নাই বনাম কলকাতার লড়াই পিছিয়ে থাকছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও।বেঙ্গালুরু দলেরও একজন উইকেটকিপার ও অধিনায়ক দরকার। আগের আইপিএল-এর উইকেটকিপার দীনেশ কার্তিক অবসর নেওয়ায় এবার খেলছেন না তিনি। অন্যদিকে গত আইপিএল-এর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকেও দলে নেয়নি বেঙ্গালুরু। শোনা যাচ্ছে, উইকেটকিপার এবং অধিনায়ক হিসাবে ঋষভ পন্থের কথা ভাবতে পারে আরসিবিও।
একই সমস্যা বেঙ্গালুরুর
বেঙ্গালুরুরও এক জন উইকেটরক্ষক এবং অধিনায়ক প্রয়োজন। গত বারের উইকেটরক্ষক দীনেশ কার্তিক অবসর নিয়েছেন। গত বারের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকেও দলে রাখেনি বেঙ্গালুরু। জানা গেল, উইকেটরক্ষক এবং অধিনায়ক হিসাবে পন্থের কথা ভাবছে তারাও। যদিও বিরাট কোহলির নাম অধিনায়ক হিসাবে শোনা যাচ্ছে। কিন্তু অনেকেই বলছেন, এক বার নেতৃত্ব ছেড়ে দেওয়া বিরাট আবার সেই দায়িত্ব নেবেন না। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বিরাটকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছে বেঙ্গালুরু। কিন্তু তিনি নিজের ব্যাটিংয়েই বেশি মন দিতে চান। সেই কারণে অন্য কোনও অধিনায়ক খুঁজতে পারে বেঙ্গালুরু।
কার আছে কত টাকা?
নিলামে আরসিবি-র কাছে রয়েছে ৮৩ কোটি টাকা। এজন্য ঋষভ পন্থের দর বাড়লেও তারা লড়াই করতে পারবে। টাকা খরচের লড়াইয়ে তুলনামূলক ভাবে পিছিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিং ধোনির দলের কাছে রয়েছে ৫৫ কোটি টাকা। আর কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে ৫১ কোটি টাকা। কিন্তু আরসিবি-র কাছে রয়েছে অনেকটাই বেশি টাকা। যদিও পঞ্জাব কিংস ইতিমধ্যেই জানিয়েছে,পন্থকে দলে নিতে তারা ৩০ কোটি টাকা দিতেও রাজি রয়েছে। তাদের হাতে ১১০ কোটি ৫০ লক্ষ টাকা থাকায় তারা এই সাহস দেখাতেই পারে। প্রীতি জ়িন্টার দলও ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক শিখর ধাওয়ানকে। সেই সঙ্গে দলে নেই কোনও উইকেটকিপার। এই জন্য ঋষভ পন্থকে নেওয়ার জন্য আগ্রহী হতে পারে তারাও। ঋষভ পন্থের দাম ৩০ কোটি টাকা উঠলেও পঞ্জাবের পক্ষে তা দেওয়া কঠিন হবে না।