ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলার রাজ্যপাল হিসেবে ২৩ নভেম্বর, শনিবার দু বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস। সেই উপলক্ষে রাজভবন থেকে মিষ্টি, ফল পাঠানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পালটা উপহার হিসেবে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যপালকেও পাঠানো হয় মিষ্টি। এর আগে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে শোরগোল শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী রাজভবনে যেতে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
জানিয়েছিলেন, রাজভবনে তিনি যাবেন না কারণ, সেখানে নারীদের নিরাপত্তা নেই। এর পর ১৫ অগাস্ট চিরাচরিত চায়ের নিমন্ত্রণে রাজভবনের লবিতে গেলেও চা না খেয়েই রাজভবন থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর রাজভবনে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার, দ্বিতীয় বর্ষপূর্তিতে সি.ভি আনন্দ বোসের চিঠিতে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী রাজভবনে তাঁর সঙ্গে দেখা করতে যান কিনা।
আরও পড়ুন: https://tribetv.in/karan-polymers-has-invested-100-crore-rupees-in-the-piping-sector-of-bengal/
আরও পড়ুন: https://tribetv.in/west-bengal-byelection-results/
এদিকে, রাজ্যপালের কর্মসময়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দিনভর রাজভবনে নানা অনুষ্ঠানের মধ্যো দিয়েই দিনটি পালিত হল। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, রাজ্যপালের নিজেই নিজের মূর্তি বসানো নিয়ে। ভারতীয় জাদুঘরের তত্ত্বাবধানে সি.ভি আনন্দ বোসের একটি মূর্তি তৈরি হয়েছে। এদিন রাজভবনে সেই নিজের মূর্তি উদ্বোধন করেছেন রাজ্যপাল স্বয়ং। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কোনও ব্যক্তি জীবিত থাকাকালীন তাঁর মূর্তি কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।