ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীতকাল মানেই পার্টির মরশুম। এদিকে ক্রিসমাসও (Christmas Fashion) দোরগোড়ায়। নিউ ইয়ার ইভ কিংবা ফার্স্ট জানুয়ারি নিশ্চয়ই কোথাও না কোথাও পার্টির নিমন্ত্রণ রয়েছে আপনার! সেদিন কী ভাবে সাজবেন, পার্টিতে কেমন লুকই বা ক্রিয়েট করবেন, তা কি ঠিক করেছেন? না করে থাকলে ঝটপট পড়ে নিন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। যা আপনাকে হাজার ভিড়ের মধ্যেও অনবদ্য করে তুলতে সাহায্য করবে।
Christmas Fashion: ক্রিসমাসে ‘রেড হট লুক’
ক্রিসমাস মানেই লাল। বড়দিন উপলক্ষ্যে বেছে নিতে পারেন লাল রঙের কিছু ড্রেস। পার্টির জন্য ওয়েস্ট্রার্নটাই স্টাইল করা শ্রেয়। এক্ষেত্রে একটি লাল রঙের মিডি ড্রেস বা স্লিট ড্রেস পরে যদি পার্টিতে পৌঁছান, তাহলে সবার নজর যে আপনার দিকেই থাকবে, সে কথা হলফ করে বলতে পারি। স্বাচ্ছন্দ হলে পরতে পারেন রেড বডিকন ড্রেসও। (Christmas Fashion) সাজ সম্পূর্ণ করতে এই ধরনের রেড আউটফিটের সঙ্গে ন্যুড মেকআপ করুন। তাতেই আপনাকে দুর্দান্ত দেখতে লাগবে।
আরও পড়ুন: Fashion Tips: বিয়ে বাড়িতে নব্বইয়ের ট্রেন্ডিং, শিফনেই করুন বাজিমাত
Christmas Fashion: প্লেইড লুকে হন ফ্যাশনিস্তা
প্লেইড শার্ট, প্যান্ট ও স্কার্ট হল ক্লাসিক লুক। সারা বছর যে কোনও পার্টিতে পরা যায়। পার্টিতে যদি আরামদায়ক কোনও ড্রেস পরতে চান, তাহলে এইধরনের পোশাক বেছে নিতে পারেন। ক্রিসমাস মানেই উজ্জ্বল ও ঝকমকে পোশাক চাই, এমন কোনও কথা নেই। সাদা, কালো, লাল, সবুজ রঙের সংমিশ্রণেই দেখতে সুন্দর লাগে। সাদা-কালো, কালো-লাল, সাদা-লাল, লাল-সবুজ, সাদা-সবুজ রঙের টপস ও লেদার বা ডেনিমের জিন্স পরতে পারেন (Christmas Fashion) । আর যদি প্লেইড প্যান্ট থাকে থাহলে টার্টলনেক টপ বা সোয়েটার বেছে নিতে পারেন। প্যান্টের ফিটের উপর নির্ভর করে আপনি কেমন জুতো পরবেন। হিলস নাকি স্নিকার্স, কোনটি ভাল মানাবে, তা বেছে নিতে পারেন। কালো ও লাল রঙের একটি প্লেইড স্কার্ট পরার পরিকল্পনা করলে তার সঙ্গে কালো টপ বা সোয়েটার মিলিয়ে বেছে নিতে পারেন। সঙ্গে একজোড়া স্টকিংস বা বুট পরতে পারেন। তাতে বোল্ড ও সেক্সি লুক আসবে।
Christmas Fashion: ডেনিমে হন ফাঙ্কি
বড়দিনের পার্টিতে কুল-ফাঙ্কি লুক ক্রিয়েট করতে চান? চিন্তা নেই, এর জন্যে খুব বেশি কাঠ-খড় পোড়াতে হবে না। সাধারণ কিছু ফ্যাশন টিপস মেনে চললেই হবে কেল্লাফতে! এক্ষেত্রে আপনি টর্নড জিন্সের সঙ্গে কাট আউট স্লিভের ক্রপড টপ পরতে পারেন। এর সঙ্গে স্টাইল করুন একটি ফাঙ্কি ডেনিম জ্যাকেট। আপনার ডেনিম জ্যাকেটের উপরে অ্যাপ্লিক ওয়ার্ক করা থাকলে আরও আকর্ষণীয় হয়ে উঠবে আপনার লুক (Christmas Fashion)। এমনকী এই লুকে ‘উমফ ফ্যাক্টর’ যোগ করতে ভরসা রাখতে পারেন সিকুইন ওয়ার্কের উপরেও।
Christmas Fashion: স্কার্ফ ও বেনিজ
বড়দিনে সবচেয়ে বেশি আকর্ষণীয় হল লাল টুপি, স্কার্ফ ও পশমি বেনিজ। ক্লাসিক ক্রিসমাস পার্টিতে এমন সাজ খুবই সাধারণ। কিন্তু পোশাক ক্রিসমাসের জন্য পারফেক্ট বলে মনে না হলে, ওই লাল স্কার্ফ ও বেনিজ দিয়েই লুক বদলে ফেলতে পারেন (Christmas Fashion) । ইন্ডিয়ান ও ওয়েস্টার্নের জন্য এই দুটি জিনিস সমান মানানসই। ক্রিসমাস পার্টিতে যাবেন, কিন্তু পার্টির জন্য মানানসই স্কার্ট বা ড্রেস নেই! না থাকলে কোনও চিন্তা করার কিছু নেই। কারণ সুন্দর কুর্তির সঙ্গে লাল স্কার্ফ বা ওড়না নিতে পারেন। বিভিন্ন স্টাইল করে ম্যাচিং করতে পারেন।
Christmas Fashion: ব্ল্যাকে লাগুন বোল্ড
সব ফ্যাশনের সঙ্গে ব্ল্যাক ড্রেস দারুণ ফিট। আর বড়দিনের জন্য তো পারফেক্ট ম্যাচ। ক্লাসিক ও বোল্ড লুক পেতে হলে পোশাকও বাছুন নিজের পছন্দমত। স্কার্ট, ড্রেস বা প্যান্ট যাই পরুন, তা যদি হয় ব্ল্যাক কিংবা কালো। তাহলে পার্টিতে আপনাকে ছাড়া অন্য কারোর চোখে কেউ ধরা পড়বে না। পার স্টাইলিশ হতে সোনালি, সিলভার, লাল রঙের সঙ্গে কম্বিনেশন বেছে নিতে নিতে পারেন। তবে এরসঙ্গে অবশ্যই স্টিলেটোস বা পিপটো পরার চেষ্টা করুন। তাহলেই সাজ হবে সম্পূর্ণ।