ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড়দিনের আগের রাত কলকাতা (Kolkata) মাতিয়ে রাখলেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। রাতে চলল ‘রক অ্যান্ড রোল’। গায়িকার আগমনে উল্লসিত গোটা শহর। কলকাতায় এসে কলকাতার প্রেমে পড়ে গেলেন তিনি। এই প্রথম কলকাতায় আসলেন। গান আর গ্ল্যামারের উষ্ণতা ছড়ালেন গোটা শহর জুড়ে। এই শীতের আমেজে সুনিধির গানের সঙ্গে পা মেলালেন বহু শহরবাসী। কলকাতায় সুনিধির কনসার্টের আগে দেখা গিয়েছিল, একগুচ্ছ সমস্যা। যদিও কনসার্টের সময় মনেই হয়নি কোনও সমস্যা আছে। আসলে সুনিধি এমনই। যেখানে যান, সেখানে গানের মাধ্যমে নিজে মেতে থাকেন। অন্যদেরও মাতিয়ে রাখেন। সেক্ষেত্রে ছোটখাট বিষয়গুলো একেবারেই চোখে পড়ে না।
পাগলপারা সুনিধির ভক্তরা (Sunidhi Chauhan)
সুনিধির (Sunidhi Chauhan) পরনে সিক্যুইনের টপ, সঙ্গে কালো স্কার্ট। শীতের উত্তুরে হওয়ার মতো, শহরবাসীর বুকে ঢেউ তুললেন। ২৪ ডিসেম্বর রাতে কলকাতায় ছিল তাঁর প্রোগ্রাম। তিনি যে কলকাতায় আসছেন, এই খবরেই ঘুম উড়েছিল তাঁর ভক্তদের। মঞ্চে তাঁর গলায় ‘ক্রেজি কিয়া রা’ শুনেই পাগলপারা ভক্তরা। সুনিধি চৌহান, এমন একটা নাম, শুধু গোটা দেশ নয়, বিদেশের মানুষও চেনে। বারংবার তাঁকে দেখা যায় পর্দায়। এছাড়াও ইউটিউবে তো অহরহ চাইলেই আপনি দেখতে পারবেন। কিন্তু পর্দায় তাঁর গান শোনা, তাঁকে দেখা, আর সামনে থেকে দেখা, দুটো বিষয়ে একেবারেই আলাদা। তাই কলকাতার ভক্তরা সুনিধির এই কনসার্ট মিস করতে চাননি।
কনসার্ট নিয়ে অভিযোগ (Sunidhi Chauhan)
প্রত্যক্ষদর্শীদের অনেকের অভিযোগ ছিল, তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। নানান অব্যবস্থার পর শুরু হয়েছিল অনুষ্ঠান। যদিও সেই আক্ষেপ মিটিয়ে দিয়েছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। তিনি মঞ্চে উঠতেই আনন্দে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। তারপর হঠাৎ করে, উত্তুরে হওয়ার মতো হাজির হন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। এসেই বললেন, “সবাই তৈরি তো?”। আজ রাতে চলবে রক এন্ড রোল। সত্যি তাঁর কথার দাম আছে।
আরও পড়ুন: Aamar Boss: বহুরূপীর পর আবার নন্দিতা-শিবপ্রসাদ জুটির ম্যাজিক, ‘আমার বস’ এর মুক্তি কবে?
কলকাতাকে ভালোবাসেন সুনিধি
গায়িকার আহ্বান উপেক্ষা করার সাধ্য কারোর ছিল না। অপরদিকে শহরবাসী জানালেন, ” আমরা তোমায় ভালোবাসি”। তিলোত্তমা বাসীর এই আন্তরিকতাকে উপেক্ষা করলেন না। সুনিধি শুনে জানালেন, তিনিও কলকাতার প্রেমে পড়েছেন । এমনিতেই বড় দিনের আবহে, কলকাতা জুড়ে উৎসবের মেজাজ। আর বড়দিনের আগের রাতটা যেন আরো দ্বিগুণ আনন্দে জমিয়ে দিলেন সুনিধি। তাঁর গানের তালে পা মেলালেন অভিনেত্রী সান্যা। একের পর এক চেনা গান। কিন্তু এ আনন্দধারা কলকাতার বুকে যেন একেবারেই ব্যতিক্রম।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: শ্রীময়ী বিরল মা নন! কাঞ্চনের ৬ লাখি বিল বিতর্কে ক্ষুব্ধ অভিনেত্রী!
৪ বছর বয়সে মঞ্চে হাতে খড়ি
প্রসঙ্গত, শুধু সুনিধির গান নয়, পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্টের দিকেও বেশ নজর থাকে অনুরাগীদের। তাঁর সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যায় বোল্ড, বিউটিফুল এন্ড মিউজিক্যাল, এই কথাগুলো। মাত্র চার বছর বয়সেই সুনিধির মঞ্চে হাতে খড়ি। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল ভালোবাসা । সিডি ক্যাসেট শুনে রোজ রেওয়াজ করতেন। সেই পরিশ্রমের ফল পাচ্ছেন। এখন তিনি ভারতের অন্যতম একজন গায়িকা। ২৪ শে ডিসেম্বর বিশ্ব বাংলা প্রাঙ্গণে ছিল সুনিধির শো। এরপর ১১ই জানুয়ারি তাঁর শো রয়েছে শিলিগুড়িতে।