ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বছরের পয়লা দিনেই ভাঙড়ে অশান্তির ছবি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে ‘আক্রান্ত’ ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়িতে ছোড়া হল পাথর। ফেরার পথে হামলার মুখে পড়ে ভাঙল আরাবুল ইসলামের গাড়ির একাংশ। ঘটনার নেপথ্যে অন্য এক তৃণমূল নেতা সওকত মোল্লা রয়েছেন বলেই দাবি করেছেন আরাবুল (Arabul Islam) অনুগামীরা।
কি ঘটেছে? (Arabul Islam)
পূর্বে একাধিকবার ভাঙড়ে আরাবুল ইসলাম (Arabul Islam) ও সওকত মোল্লার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবার দলীয় পতাকা উত্তোলন নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে অশান্তির সূত্রপাত। ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস। স্থানীয় সূত্রে খবর, হাতিশালার ওয়াড়ি এলাকায় এক অনুষ্ঠানে দলীয় পতাকা তুলতে যাচ্ছিলেন আরাবুল (Arabul Islam)।সেই সময়ই তাঁর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ।
ছোঁড়া হয় পাথর (Arabul Islam)
কয়েক জন আরাবুলের (Arabul Islam) গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। ওই ঘটনার পরে রাস্তা আটকে দুই পক্ষ মারামারি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। গোটা ঘটনা সওকত মোল্লার অনুগামীরা ঘটিয়েছেন বলেই দাবি করা হচ্ছে। যদিও সেই অভিযাগ অস্বীকার করেছেন সওকত মোল্লা।
আরও পড়ুন: West Midnapur News: ঝুলছে কাঠের সেতু, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত গ্রামবাসীদের
আরাবুলের অভিযোগ (Arabul Islam)
এই ঘটনার পর সংবাদ মাধম্যের মুখোমুখি হয়ে আরাবুল বলেন, “আমি ওই গাড়িতে ছিলাম না। গাড়ি ভেঙে, আক্রমণ করে আরাবুল ইসলামকে (Arabul Islam) তৃণমূল থেকে সরানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখে যতদিন বেঁচে থাকব, তৃণমূলে ঝান্ডা হাতে নিয়ে থাকব। পরিকল্পনা করে হামলা চালিয়েছে। সওকত মোল্লা নিজে সিক্সথ লেনে বলে রয়েছে। ওর নির্দেশে হামলা হচ্ছে আমার উপর। কুখ্যাত সমাজবিরোধীরা আমার গাড়ির উপর হামলা করেছে। আরাবুল যতদিন বাঁচবে, তৃণমূলের ঝান্ডা ঘাড়ে বইবে।”
আরও পড়ুন: Sundarbans Fisherman:অবশেষে বাংলাদেশ থেকে জেলমুক্তি, ঘরে ফিরছেন ৯৫ মৎস্যজীবী
সওকত মোল্লার দাবি
এই হামলার জন্য সওকত মোল্লার দিকে আঙুল তুলেছেন আরাবুল।পাল্টা এই ঘটনার জন্য আরাবুলকেই দায়ী করেছেন সওকত মোল্লা।সওকত বলেন, “সকাল ৬টা থেকে ভাঙড় বিধানসভার ১৩টি অঞ্চলে পতাকা উত্তোলন করছি। দলের তরফে শীতবস্ত্র বিতরণও করা হচ্ছে। ওয়াড়িতে সবাই মিলে পতাকা উত্তোলন করে। আরাবুল সেই পতাকা নামিয়ে আবার পতাকা তুলতে যায়। সেই নিয়েই ঝামেলা বাধে। একই পতাকা দু’বার করে কেন উত্তোলন করা হল, সেই নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। উনি তো দলের কোনও পদে নেই! কেন বিশৃঙ্খলা তৈরি করছেন জানি না। ভাঙড়ে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের নেতাকর্মী, যাঁরা ২০২৪ সালে নির্বাচন করেছে, সকলে ঐক্যবদ্ধ।”