ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বার বার বলা সত্ত্বেও ফের প্রকাশ্যে মিড-ডে মিলের করুণ চিত্র (Mid Day Meal)। অঙ্গনওয়াড়ির খিচুড়িতে ভাসছে কেন্নো! শিশুর পাতে কেন্নো সমেত সেই খাবার পড়তেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শিশুদের পুষ্টিকর খাদ্যে বিষাক্ত পোকামাকড় সমালোচনায় সরব বিরোধীরা। দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ডাঙ্গাপাড়া এলাকার ১৭০নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে ১০০-র অধিক শিশু এবং গর্ভবতী মহিলা। সেখানেই এই ধরনের ঘটনায় ব্যাপক ক্ষোভের মুখে অঙ্গনওয়াড়ি কর্মীরা (Mid Day Meal)।
এলাকাবাসীর অভিযোগ, শিশুদের আর গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ পুষ্টিকর (Mid Day Meal) খাদ্য সঠিকভাবে রান্না হয় না। শুক্রবার সকালেও এক শিশুর পাতে খিচুড়ি আর ডিমের সঙ্গে কেন্নো পড়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহকারির এই অবহেলার জন্য শিশুদের আর গর্ভবতী মহিলাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই খাবার খাওয়ার জেরে অনেক শিশু বমিও করছে বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ির(Mid Day Meal) বিদ্যুৎ খরচের জন্য কাছে মাঝেমধ্যেই টাকা নেওয়া হয় বলেও অভিযোগ। এক শিশুর মা নাজমা বিবি অভিযোগ করে বলেন,”আমার সন্তানের পাতে খিচুড়ির সঙ্গে একটি কেন্নোও পড়েছিল। আমি দেখা মাত্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায়।”
আরও পড়ুন: https://tribetv.in/gowalpokhre-shootout-what-did-police-say/
তিনি আরও বলেন, ”অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীকে (Mid Day Meal) বিষয়টি জানালে তারাও আমার সাথে দুর্ব্যবহার করেছে। আমার কাছ থেকে এলাকাবাসীরা যখন জানতে পারে বিষয়টি তখন তারাও আমার সাথে সরব হয়। আমার শিশুসহ আরো বেশ কয়েকজন শিশু বমিও করেছে। এর আগেও একাধিকবার এই একই ঘটনা ঘটেছে। শুধু কেন্নোই নয় শুঁয়োপোকা সহ বিষাক্ত পোকামাকড়ও হামেশাই পরে। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে হুমকিও দেওয়া হয় (Mid Day Meal)।”
আরও পড়ুন: https://tribetv.in/kolkata-fire-news-at-hungerford-street-areas/
বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরব হয়ে বলেন,”এখানে শিশু আর গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কথা সেখানেই এই হাল। এই খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তারা। দেখার কেউ নেই। আমরা তীব্র প্রতিবাদ করছি।দ্রুত সহকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা আন্দোলনে নামবো।” যদিও জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন বলেন,”এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। আমরা বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের জানাবো। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে(Mid Day Meal)।