ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডের পর কোনঠাসা রাজ্যের শাসকদল। এবার ময়দানে নামলেন তৃণমূলের তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। করোনা ভাইরাসের সময় অভিষেক দেখিয়েছিলেন স্বাস্থ্যে ‘ডায়মন্ডহারবার মডেল।’ সেই কাজই আরও এগিয়ে নিয়ে যেতে ফের নয়া কর্মসূচির ঘোষণা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চালু করলেন ‘সেবাশ্রয়’ কর্মসূচি।
‘সেবাশ্রয়’ কর্মসূচি (Abhishek Banerjee)
জনগণের স্বাস্থ্য পরিষেবায় অভিষেকের (Abhishek Banerjee) সংযোজন ‘সেবাশ্রয়’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় চিকিৎসা শিবির চলবে। আগামী ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা এলাকায় চলবে ২৮০০ স্বাস্থ্যশিবির। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্য শিবির করা হবে।
থাকবেন কোন ডাক্তার (Abhishek Banerjee)
এই ১০ দিনের মধ্যে ৭ দিন শিবির পরিচালনা করবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। তিনদিন থাকবেন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা।স্বাস্থ্য শিবিরে সাধারণ রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়ারও ব্যবস্থা থাকবে। ১০০০ চিকিৎসক, ১৫০০ স্বেচ্ছাসেবক এই দায়িত্ব থাকবেন। প্রত্যেক বিধানসভায় এলাকায় অন্তত ৪০ টি ক্যাম্প হবে। ১২ টি হাসপাতাল এই ‘সেবাশ্রয়’ কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবে (Abhishek Banerjee)।
আরও পড়ুন: Arambag Polytechnic College: ফার্মাসিস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! ঘটনায় পুলিশের জালে তিন অভিযুক্ত
অভিষেকের ঘোষণা
অভিষেক (Abhishek Banerjee) আগেই ঘোষণা করেছিলেন, ৩০ নভেম্বর তিনি চিকিৎসক সমাবেশের আয়োজন করছেন এবং সেখান থেকে সংসদীয় এলাকার মানুষজনের জন্য সহজে চিকিৎসার ব্যবস্থা হবে। সেইমতো এদিন বিভিন্ন জেলা থেকে প্রায় ১৩০০ চিকিৎসক এই সমাবেশে যোগ দেন। শনিবার আমতলায় ‘ডক্টরস কনভেনশন’ অনুষ্ঠানে এই নতুন ‘সেবাশ্রয়’ কর্মসূচিকে ‘কর্মযজ্ঞ’ বলে উল্লেখ করেন অভিষেক।
আরও পড়ুন: Minor Girl Physical Assault: ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা! টাকা দিয়েও হ
কী বললেন অভিষেক
অভিষেক (Abhishek Banerjee) বলেন, “আমি চাইলেই যে এই ব্যবস্থা হয়ে যেত তা নয়। সবাই মিলে এই কর্মসূচি আয়োজন করেছেন। জনপ্রতিনিধিদের সঙ্গে চিকিৎসকদের কাজের মিল আছে। আপনারাও মানুষকে পরিষেবা দেন। আমরাও দিই। করোনার সময় ডাক্তাররা যেভাবে পরিষেবা দিয়েছেন আমি কুর্নিশ জানাই। চিকিৎসকদের আমরা ভগবান ভাবি। বলিও। আমি আমিত্বে বিশ্বাস করি না। আমরায় বিশ্বাস করি। টিম ওয়ার্কে বিশ্বাস করি।”
‘সেবাশ্রয়’ প্রকল্পের প্রথম সারিতে শান্তনু সেন
এদিনের সম্মেলনে সবচেয়ে বেশি আলোচিত নাম ডাঃ শান্তনু সেন (Santunu Sen)। আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে সেখানকার সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন ডা. শান্তনু সেন (Santunu Sen)। তাই তাঁকে মুখপাত্রের পদ থেকে ছেঁটে ফেলা হয়। শনিবার অভিষেকের ‘সেবাশ্রয়’ প্রকল্পে সেই শান্তনু সেনকেই প্রথম সারিতে দেখা গেল। এদিনের সম্মেলনে তাঁকেই প্রধান বক্তা হিসেবে হাজির করলেন অভিষেক।