Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিবাহিত মহিলাকে কুপ্রস্তাব। শুধু তাই নয়, বিয়ে করার প্রস্তাব যুবকের। রাজি না হওয়ায় মহিলা এবং তার স্বামীকে এলোপাথারি ধারাল অস্ত্রের কোপ যুবকের। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কৃষ্ণনগর থানার ভালুকা হাট পাড়ায়।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের থেকে ওই মহিলা কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই সমস্যা মিটে গেলেও প্রায় সময়ই ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিত যুবক। অভিযোগ, এই প্রথম নয়, প্রায়ই চলত মহিলার পরিবারের ওপর মারধরের ঘটনা।শুক্রবার রাতে হঠাৎ অভিযুক্ত খোকন শেখ নামে ওই যুবক মহিলার পরিবারের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এরপর এলোপাথারি কোপাতে থাকে ওই মহিলা এবং তার স্বামীকে।
আক্রান্তদের পরিবারের লোকজন চাঁচামেচি শুরু করলে অভিযুক্ত খোকন শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় ওই দম্পত্তিকে উদ্ধার করে প্রথমে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত মহিলার স্বামীর অবস্থা খারাপ হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনায় আতঙ্কিত আক্রান্ত পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: https://tribetv.in/poster-against-bashirhat-uttar-tmc-mla-rafikul-islam-make-controversy/
গোটা ঘটনায় পরিবারের সদস্যদের অভিযোগ, টাকা ধার নেওয়ার বিষয় কিছুটা মিটে গেলেও ওই যুবক গৃহবধূকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। গৃহবধূ রাজি না হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে। তবে এর আগেও থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছিল। এই ঘটনার পর আবারও ওই অভিযুক্ত যুবক খোকন শেখ এর নামে কৃষ্ণনগর কতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়।
আরও পড়ুন: https://tribetv.in/allegation-of-corruption-raised-against-tmc-led-panchayet/
তবে ঘটনার পর থেকে ওই যুবক পলাতক বলেই সূত্রের খবর। অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আক্রান্তের পরিবার। যদিও আক্রান্ত মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর কতোয়ালি থানার পুলিশ অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।