ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত কোন বিষয়ের ক্ষেত্রে এবার হবে মুশকিল আসান। অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে চালু করা হচ্ছে কিউ আর কোড (Anganwadi QR Code)। এতে সহজেই বোঝা যাবে কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে অনিয়ম।
আছে অনেক অভিযোগ (Anganwadi QR Code)
অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিভিন্ন সময় উঠে আসে নানান অভিযোগ। কখনো দেখা যায় মিড ডে মিলের খাবারে পোকা অথবা টিকটিকি এমনকি আরশোলার উপদ্রব। যাতে করে সমস্যায় পড়েন অভিভাবকরা। অনেক সময় সেই নিম্ন মানের খাবার খেয়ে অনেক পড়ুয়ারাও অসুস্থ হয়ে পড়েছে (Anganwadi QR Code)। অভিযোগ তুলে বিক্ষোভের সুর চড়িয়েছেন অভিভাবকরা। তাঁর মধ্যে তো অঙ্গনওয়াড়ি কর্মীদের দেরি করে আসার অভিযোগ তো রয়েইছে।
এবার নতুন পদ্ধতি (Anganwadi QR Code)
রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার, খন্ডঘোষ ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে লাগানো হচ্ছে কিউআর কোড (Anganwadi QR Code)। পরিষেবা সংক্রান্ত কোন বিষয় নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন উপভোক্তাদের পরিবার। শুক্রবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে এলেন অতিরিক্ত জেলাশাসক শিক্ষা প্রতীক সিং, এসডিও সদর সাউথ বুদ্ধদেব পান সহ অনেকেই। খতিয়ে দেখলেন রান্নাঘর,খাবারের গুণগত মান ও প্রি স্কুলিং ব্যবস্থাও।
আরও পড়ুন: Bhasha Mela: ভাষার ক্ষমতায়নের উদ্যোগ রাজ্য সরকারের, আয়োজিত হল ভাষা মেলা ২০২৪
কী বললেন পরিদর্শক?
অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে এসে অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) জানিয়েছেন, প্রতিটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি কিউ আর কোড থাকছে। সেই কিউ আর কোড স্ক্যানও করা যাবে। তারপর জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিক বা অভিভাবক যেই হোক সবাই নিজস্ব মতামত জানাতে পারেন। তাতে করে জানা যাবে, কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভালো কর্মক্ষমতা রয়েছে? এবং কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তাদের পরিষেবা দিতে পারছেন না। তা দেখে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া যাবে।
আরও পড়ুন: মানুষের সেবাই লক্ষ্য, কলকাতায় চালু অল ইন্ডিয়া আর্য মহাসভা
দেওয়া যাবে রেটিং
এছাড়াও জানা যাচ্ছে, প্রতিটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটা কিউ আর কোড (QR CODE) থাকছে। এর মাধ্যমে অভিভাবক, জন সাধারণ, জনপ্রতিনিধি বা যারা পরিদর্শক আছেন তারা রেটিং (RATING) দিতে পারবেন। রেটিংয়ের মধ্যে বাচ্চাদের খাওয়ার কত রেটিং পাচ্ছে সেই সমস্ত অভিযোগ করতে পারা যাবে। ৫ রেটিং মানে ভালো এবং ১ সবথেকে বাজে রেটিং। অঙ্গনওয়াড়ি কর্মী সময় মোট আসেন কিনা? তাদের আচরণ কেমন? প্রি স্কুল কেমন হয়? ECC ডে হয় কিনা? শুপুষ্টি দিবস হয় কিনা প্রত্যেক মাসে? এই ধরণের ফিডব্যাক পাওয়া যাবে কিউ আর কোডের মাধ্যমে।