ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই মুহূর্তে দাঁড়িয়ে (Ankush Hazra), পশ্চিমবাংলার অন্যতম সুপারস্টার (Superstar ) মনে করা হয় দেবকে (Dev)। সেই দেব সোশ্যাল মিডিয়ায় (Social Media) এসে পোস্ট করছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। অন্য ভাষার ছবির দাপটে খাদান (Khadaan ) জায়গা পাচ্ছে না। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একজন অভিনেতা হিসেবে, একজন প্রযোজক হিসেবে, অভিনেতা অঙ্কুশের (Ankush Hazra) প্রতিক্রিয়াটা ঠিক কী? তিনি বিষয়টা নিয়ে রীতিমত ভয় পাচ্ছেন। ট্রাইব টিভির তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কী বললেন অভিনেতা অঙ্কুশ?
অঙ্কুশের খারাপ লাগছে (Ankush Hazra)
অঙ্কুশের (Ankush Hazra) কথায়, তিনি এক্ষেত্রে নিরাপদ মনে করছেন না। তিনি মনে করেন, এখন বাংলায় সবথেকে বড় স্টার দেব। আর যখন দেবকে এই কথাগুলো শুনতে হচ্ছে, দেব নিজের ছবির জন্য হল পাচ্ছেন না। তখন অঙ্কুশ ভয় পাচ্ছেন। খারাপ লাগার একটা জায়গা তৈরি হচ্ছে। যেহেতু দেবকে এখনকার কমার্শিয়াল ছবির অন্যতম হিরো মনে করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে দেবকে যখন এত বাধা পেরোতে হচ্ছে, তখন বিষয়টা সত্যি খারাপ লাগার।
বাংলা ছবির দর্শককে হলে ফেরাতে হবে (Ankush Hazra)
অঙ্কুশের (Ankush Hazra) দাবি, এই মুহূর্তে সেই আগের অডিয়েন্সকে ফিরে আসতে হবে। দশ থেকে পনেরো বছর আগে ‘বুক মাই শো’ খুলে দেখতে হত না। সিঙ্গেল স্ক্রিন কাঁপাত বাংলা ছবি। তখনকার ৭০০ টা সিঙ্গেল স্ক্রিন আজকে এসে দাঁড়িয়েছে মাত্র ১৫০ এ। প্রচুর হল বন্ধ হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে, বাংলা সিনেমার ব্যবসায়িক ক্ষেত্রটা দেখতে হবে। টাকা তুলতে হবে। আগে বাংলা ছবি নিয়ে দর্শকের যে আবেগ ছিল, যে হই হুল্লোড় মাতানো একটা ব্যাপার ছিল, সেটা ফিরিয়ে আনা দরকার। এমনটাই মনে করছেন অঙ্কুশ।
আরও পড়ুন: Ankush Hazra: স্ট্যান্ড আপ কমেডি শো’য়ে অঙ্কুশ, অভিনয় কি ছেড়ে দিলেন?
খেলার আগে খেলার মাঠ তৈরি করা জরুরি
এই যে দক্ষিণী ছবির ঝড় উঠেছে। বারংবার বলা হচ্ছে, বাংলায় দক্ষিণী ছবির দাপটেই বাংলা ছবির কদর কমছে। এক্ষেত্রে অঙ্কুশের মনে করছেন, ‘পুষ্পা ২’ রিলিজ করেছে প্রায় দু সপ্তাহ হয়ে গিয়েছে। এবার বাংলার হল গুলোতে বাংলা ছবিকে গুরুত্ব দেওয়া উচিত। আগে খেলার মাঠটা সাজাতে হবে। তারপর মানুষ খেলতে পারবে। সেখানে কে কেমন ভাবে খেলবে, সেটা পরের ব্যাপার।
আরও পড়ুন: Santan: দক্ষিণী ছবির ঝোড়ো ব্যাটিং, বঙ্গে হল পাচ্ছে না রাজের ‘সন্তান’
অঙ্কুশের স্বপ্ন
অঙ্কুশ স্বপ্ন দেখেন, যখন বাংলায় কোনও বড় স্টারের ছবি রিলিজ করবে, সেই ছবিটি ১৫ থেকে ২০টা করে মাল্টিপ্লেক্সে শো পাবে। যখন পুষ্প মুক্তি পায় তখন অভিনেতা হায়দরাবাদে ছিলেন। দেখেন একটা মাল্টিপ্লেক্সে ৩৮টা শো। অথচ বাংলায় বাংলা ছবি বড়জোর পাচ্ছে চার থেকে পাঁচটা শো। অঙ্কুশ চাইছেন এই সিনারিওটার বদল ঘটুক, তবে জোর করে নয়। দর্শককে ফিরিয়ে আনতে হবে। যখন ছবির বাজেট খুব বেশি হয়, তখন সেই ছবি হাউসফুল হলেও ঘরে টাকা কতটা উঠলো সেটা গুরুত্বপূর্ণ। তার জন্য শো’য়ের সংখ্যা বাড়ানো উচিত।