ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরে সুখবর। বিবাহ জীবনে বাঁধা পড়লেন আরমান মালিক (Arman Malik) এবংআশনা শ্রফ (aashna shroff )। বৃহস্পতিবার সকালে বিয়ের ছবি পোস্ট করে সবাইকে চমকে দিলেন। মুহূর্তের মধ্যে সব ভক্তদের চমকে দিলেন। পরিবার-পরিজনদের সাক্ষী রেখেই চার হাত এক করলেন। শীতের দুপুরে এক চিলতে রোদের আলোতে ও ফুলের পাঁপড়ির ছোঁয়ায় চার হাত এক করলেন।
বিয়ে সারলেন আরমান-আশনা (Arman Malik)
নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন আরমান মালিক (Arman Malik)। গাঁট ছড়ায় বাঁধা পড়লেন দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে। বিয়ের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার (social media post) করে নিয়েছেন নবদম্পতি দু’জনেই। ক্যাপশনে লেখা আছে ‘তু হ্যা মেরা ঘার’।
আগেই হয়ে গিয়েছিল বাগদান পর্ব (Arman Malik)
২০২৩- এর অগাস্ট মাসে বাগদান পর্ব ( engagement ) সেরে নিয়েছিলেন। বছরের শুরুতেই সুখবর নিয়ে এলেন বলিউডের প্রতিষ্ঠিত গায়ক আরমান মালিক ( arman malik )। বাগদানের সময় আরমান ও আশনার ছবিতে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতে তারা দুজনেই বেছে নিয়েছেন সাবেকি সাঁঝ। আত্মীয় ও পরিবার-পরিজনদের সাক্ষী রেখে বিয়ে সারলেন।
আরও পড়ুন: Rukmini Maitra: হিরোর বাজেটে হিরোইনের ছবি, বিনোদিনীতে প্রচুর কষ্ট করেছেন রুক্মিণী!
বিয়ের সাবেকি সাজ
আশনার পরনে ছিল কমলা রংয়ের লেহেঙ্গা (orange colour lehenga)। সবুজ ও সাদা রংয়ের পান্নাখোচিত গয়না পড়েছিলেন। এদিকে গায়ক আরমান মালিক পড়েছিলেন পিচ রংয়ের শেরওয়ানি (sherwani)। মাথায় পাগড়িও পড়েছিলেন একই রংয়ের। তবে আরমানের জামার রং তাঁর ভাবি স্ত্রীর হাতের চুরির সঙ্গে ম্যাচ করে গিয়েছিল। দিনের বেলায় পালিত হল বিবাহের সব নিয়ম (rituals)। এক চিলতে রোদের আলো ও ফুলের পাপড়ির ছোয়ায় চার হাত এক করলেন আরমান ও আশনা।
আরও পড়ুন: Riya Ganguly: বাংলাদেশে শাকিবের সঙ্গে টলিউডের রিয়া! কোন চরিত্রে দেখা যাবে?
আরমানের প্রেমের বার্তা
দীর্ঘদিন দিন ধরেই সম্পর্কে রয়েছেন আরমান মালিক ও আশনা শ্রফ। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত তাদের। ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লভ’ নামে একটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন আরমান। তবে আশনা ফ্যাশন ও সৌন্দর্য্য নিয়ে নানা ধরণের ভিডিও বানানোর জন্য বেশি পরিচিত। আরমান মালিকের জনপ্রিয় গান গুলির মধ্যে অন্যতম গান গুলি হল ‘মুঝকো বারসাত বানালো’, ‘বল দো না যারা’ , ‘যাব তাক’ , ‘সাব তেরা’ , বেসবরিয়া’ , ‘বোম বোম বলে ‘আরও অনেক।