ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বারুইপুর সংশোধনাগারে চার বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিআইডি (Calcutta HC On CID) তদন্তে অসন্তুষ্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এডিজি সিআইডি-কে পুনরায় কোনও উচ্চপদের সিনিয়র আধিকারিককে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ৮ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে হবে আদালতে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
২০২২ সালে চার ব্যক্তিকে তুলে নিয়ে যায় পুলিশ বলে অভিযোগ। তারপরই বারুইপুর জেলে অস্বাভাবিক ভাবে তাদের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। হাইকোর্ট সিআইডি (Calcutta HC On CID) -কে তদন্তের নির্দেশ দেয়। ২০২৩ সালের ২১ অগাস্ট সিআইডি যে তদন্ত রিপোর্ট দিয়েছে আদালতে, তাতে মোটেও সন্তুষ্ট নয় হাইকোর্ট। রাজ্য ইতিমধ্যেই ফৌজদারি বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী।
আরও পড়ুন:https://tribetv.in/tmc-news-about-controversy-over-road-inauguration/
আরও পড়ুন: https://tribetv.in/calcutta-hc-on-swasthya-sathi-hearing-plea-dismissed/
কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য্যের ডিভিশন বেঞ্চ এডিজি সিআইডি-কে (Calcutta HC On CID) নির্দেশ দিয়েছে কোনও উচ্চপদের সিনিয়র অফিসারকে নিযুক্ত করতে এই ঘটনায় তদন্তের জন্য। ৮ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে হবে। পাশাপাশি, রাজ্যের সমস্ত থানাগুলোতে সিসিটিভি যাতে সব সময় কার্যকর থাকে, সে ব্যাপারেঐ রাজ্য পুলিশের ডিজিকে নজরদারি করতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। কোনও থানা এ ব্যাপারে গাফিলতি করলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নিতে হবে ডিজিকে। নির্দেশ প্রধান বিচারপতির (Calcutta HC On CID)।