ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন (Donald Trump Inauguration)। ঐতিহাসিক এই দিনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। বিশেষ করে নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে, কারণ তার রাজনৈতিক প্রচারের সময় দু’টি হত্যার প্রচেষ্টা হয়েছিল।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকবে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিশাল অর্থ ব্যয় করা হচ্ছে।
অনুষ্ঠানের জন্য বেসরকারি নিরাপত্তা সংস্থা নিয়োগ (Donald Trump Inauguration)
টিএমজেড-এর কাছে প্রাপ্ত ফেডারাল ক্রয় নথি অনুযায়ী, সিক্রেট সার্ভিস আর্কাস গ্রুপ এলএলসি নামের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থাকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের জন্য নিয়োগ করেছে (Donald Trump Inauguration)। অনুষ্ঠানটি শুরু হবে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক সেন্ট জনস চার্চে প্রার্থনা দিয়ে। এরপর হোয়াইট হাউসে চা পরিবেশনের আয়োজন রয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে থাকবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা।
আরও পড়ুন: Trump on Greenland: গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প
কত হচ্ছে খরচ? (Donald Trump Inauguration)
তথ্য অনুযায়ী, আর্কাস গ্রুপ এই দায়িত্ব (Donald Trump Inauguration) পালনের জন্য ৮.১ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে। তাদের প্রধান কাজ হলো অভিষেক অনুষ্ঠানের চৌহদ্দি সুরক্ষিত করা।
আর্কাস গ্রুপ কী? (Donald Trump Inauguration)
আর্কাস গ্রুপ মূলত উচ্চ-প্রোফাইল ইভেন্টের অস্থায়ী নিরাপত্তা, এলাকার সুরক্ষার বিষয়ে বিশেষজ্ঞ। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের জন্য তাদের নির্বাচন করা হয়েছে। তাঁরা যে কাজগুলি করে তার মধ্যে রয়েছে সিকিউরিটি ব্যারিয়ার, অ্যান্টি-স্কেল ফেন্সিং, ব্যারিকেড এবং মোবাইল কমান্ড পোস্ট স্থাপন করা।
আরও পড়ুন: Pakistan Gold Mine: পাকিস্তানের স্বর্ণভাণ্ডারের উপর নজর আরবের, লগ্নি কবে?
তাদের ওয়েবসাইট অনুযায়ী, তারা “অনুষ্ঠানের আকার নির্বিশেষে হুমকির পূর্ণাঙ্গ মূল্যায়ন করে নিরাপত্তা নিশ্চিত করে।” তারা বলে, “আমাদের দল ৮ থেকে ১২ ফুট উঁচু অ্যান্টি-স্কেল ফেন্স বা বাইক র্যাক ব্যারিয়ারের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করে। আমরা উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনেও সহায়তা করি।”
খরচ বেড়েছে
নিরাপত্তার খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। জো বাইডেনের শপথ অনুষ্ঠানের জন্য সিক্রেট সার্ভিস ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল। এদিকে, ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, বারাক ওবামা এবং জো বাইডেন। এছাড়াও উপস্থিত থাকবেন প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।