ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিখ্যাত ইউটিউবার এবং বিগবস খ্যাত এলভিসের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। এলভিস (Elvish Yadav) মন থেকে ভীষণ পছন্দ করতেন আলিয়াকে (Alia Bhatt)। কিন্তু সেই আলিয়ার বিয়ে হল রণবীরের সাথে। এই সংবাদে নাকি মন ভেঙেছিল এলভিসের। এমনই চাঞ্চল্যকর সত্য সামনে আসতেই বলিপাড়ার অন্দরে তুমুল গুঞ্জন। ভালোবাসার কথা নিজের মুখেই বললেন এলভিস।
আলিয়ার বিয়েতে কষ্ট পেয়েছিলেন এলভিস (Alia Bhatt)
রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ে হলে, প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন এলভিস যাদব। তিনি নাকি আলিয়াকে ঘিরে নানান রঙিন স্বপ্ন দেখেছিলেন। বর্তমানে বলিউডে একের পর এক ছবিতে মাত দিচ্ছেন আলিয়া। বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন। কখনও তাঁর নাম শোনা গিয়েছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। আবার কখনও বা শোনা গিয়েছে বরুণ ধাওয়ানের সঙ্গে। তারপর রণবীর কাপুরের সঙ্গে প্রেম এবং বিয়ে। এখন আলিয়ার সংসারে এসেছে তাঁদের সন্তান রাহা। তবে আলিয়া যে অন্য আরেকজন পুরুষের স্বপ্নের নায়িকা ছিলেন, তা কে জানত !
প্রতীকের সাথে এলভিসের আড্ডা (Alia Bhatt)
ইউটিউবার এবং বিগবস খ্যাত এলভিস যাদব স্বপ্ন দেখেছিলেন আলিয়াকে (Alia Bhatt) নিয়ে। সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন রণবীর কাপুর। এ কথা তিনি নিজেই স্বীকার করেন তাঁর ইউটিউব চ্যানেলে। ওই চ্যানেলে মাঝেমধ্যেই বিনোদন দুনিয়ার স্টারদের দেখা যায়। যেখানে এলভিস মন খুলে আড্ডা দেন। সম্প্রতি তাঁর সাথে দেখা গিয়েছে নাগিন খ্যাত অভিনেতা প্রতীক সেহাজপালকে (Pratik Sehajpal)। দু’জনের আড্ডা শুরু হয়েছিল শরীর চর্চা নিয়ে। কিন্তু কথায় কথায় জল অনেক দূর গড়ায়।
আরও পড়ুন: Pori Moni: বসন্তে ভালোবাসায় মাখামাখি পরীমণি, প্রেমিককে চিনিয়ে দিল হাতঘড়ি!
প্রকাশ্যে সত্যি
প্রতীকের কাছে এলভিস জানতে চান, তাঁর প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীর কথা। তখনই প্রতীক জানান, তাঁর প্রিয় অভিনেত্রী আলিয়া। তাঁর অভিনয়ের কোনও তুলনাই হয় না। এই বিষয়টাকে সমর্থন করেন এলভিস। পরে কিছুটা আক্ষেপ করে বলেন, ভালো লেগেই বা কি হবে? বিয়ে হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আলিয়া এক সন্তানের মা। তৎক্ষণাৎ এলভিসকে সান্ত্বনা দিয়ে প্রতীক জানান, তাতে কি হয়েছে? আলিয়া তো আর অভিনয় ছেড়ে দেননি। আগের মতোই অভিনয় করছেন। এর সঙ্গে বিয়ে কিংবা মা হওয়ারই বা কি সম্পর্ক? তখনই চলে আসে এলভিসের মনের কথা। বলেন, তাঁর সমস্যা আছে। তিনি আলিয়াকে মন থেকে ভালোবেসে ছিলেন।
আরও পড়ুন: Tui Amar Hero: রুবেল-মোহনার সাথে ছোট পর্দায় দেবের এন্ট্রি! দেখা যাবে কোন চরিত্রে?
রণবীরের কাছে ক্ষমা প্রার্থনা
এলভিস ভেবেছিলেন আলিয়াকে বিয়ে করবেন। কিন্তু রণবীর সেই ইচ্ছায় জল ঢেলে দিলেন। এই কথা বলে তিনি রীতিমত হেসে ফেলেন। যদিও ওই অনুষ্ঠান চলাকালীন এলভিস রণবীরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। মজার ছলেই বলেন, তিনি এ কথা একেবারেই তুলতে চাননি। কথা প্রসঙ্গে বিষয়টা বলে ফেলেছেন।