ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে (West Bengal Passport Scam) গ্রেফতার প্রাক্তন সাব ইন্সপেক্টর। শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাবড়ার অশোকনগর এলাকা থেকে অভিযুক্তকে এই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ৯ জন। আজ ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আবদুল হাই। বয়স ৬১ বছর। একবছর আগে সাব-ইন্সপেক্টর হিসেবে কাজ থেকে অবসর নিয়েছিলেন তিনি। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন আবদুল হাই। জাল নথির ভিত্তিতে তৈরি হওয়া ১৫০টি ভুয়ো পাসপোর্টের মধ্যে ৫২টির এনকোয়ারিং অফিসার ছিলেন তিনি। সেই সুবাদেই চক্রের অনেককেই চিনতেন এই ব্যক্তি। তাদের সঙ্গে যোগাযোগ রেখে পাসপোর্ট জালিয়াতি (West Bengal Passport Scam) অনেকটাই নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ।
অভিযোগ, রাজ্যে যে পাসপোর্ট জালিয়াতির চক্র (West Bengal Passport Scam) চলছে সেখানে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন প্ৰাক্তন এসআই আবদুল। এমনকি, প্রত্যেকটি জাল পাসপোর্ট পিছু ২৫ হাজার টাকা করে নিতেন বলেও অভিযোগ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত সমরেশ বিশ্বাসের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তের পর আটক করা হয়েছে তাকে। সূত্রের খবর, ইতিমধ্যেই ওই প্রাক্তন পুলিস কর্মীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: Gangasagar Mela 2025: ১৩ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা, সর্বস্তরে প্রস্তুতি ভারত সেবাশ্রমের
জানা গিয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশন এর নিয়ম যথার্থ ভাবে মানা হয়েছিল কিনা সেসব খতিয়ে দেখছেন গোয়েন্দারা। যেসব ভুয়ো নথিপত্র দিয়ে জাল পাসপোর্ট (West Bengal Passport Scam) ইসু করা হয়েছিল তার মধ্যে অধিকাংশের পোস্টাল অ্যাড্রেস পাওয়া যাচ্ছে পঞ্চসায়েরের পোস্ট অফিসে। ইতিমধ্যেই ওই পোস্ট অফিসের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী অফিসাররা। গোটা ঘটনায় শাসকদলের ওপর সুর চড়িয়েছেন বিরোধীরা।