ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২১ সাল থেকে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে জোর করে চাষযোগ্য জমি কেড়ে নেওয়া এবং বেআইনিভাবে ভেরি তৈরি করার অভিযোগ। জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে (High Court)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, জোর করে চাষযোগ্য জমি নিয়ে তাতে ভেরি করা সম্পূর্ণ বেআইনি। যারা এই বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্যকে। সেইসঙ্গে অবিলম্বে সেই জমি আবার চাষযোগ্য জমিতে রূপান্তরিত করে দেওয়ার ব্যবস্থা করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিএলআরও-কে। এবং তার জন্য সমস্ত খরচ বহন করতে হবে যারা এই বেআইনি কাজ করেছেন তাদের।
কলকাতা হাইকোর্টে মামলা (High Court)
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে চাষের জমিকে জোর করে ভেড়িতে রূপান্তরিত করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। ২০২১ সাল থেকে এই বেআইনি কাজ চলছে বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে চাষের জমিকে এইভাবে ভেরিতে রূপান্তরিত করা বেআইনি বলে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: Sandeshkhali News: সন্দেশখালি গণধর্ষণ কাণ্ডে সিট গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের
এদিন রাজ্যের তরফে জানানো হয়, এই বিষয় নিয়ে 1055 জনকে নোটিশ পাঠানো হয়েছিল, যার মধ্যে 129 জন জবাব দিয়েছেন। মামলাকারীর অভিযোগ, বেআইনিভাবে ওই জমিতে পাইপ লাইনের সাহায্যে সমুদ্রের জল ঢুকিয়ে মাছের ভেড়ি তৈরি করা হচ্ছে। রাজ্যের তরফে এদিন জানানো হয়েছে ওই অভিযোগের ভিত্তিতে তাঁরা ওই জায়গাগুলোর আচমকা ইন্সপেকশন করতে যান তবে সেখানে এধরণের কোনও পাইপলাইন দেখতে পাননি। (High Court) এবং দাবি করা হয় ওই জমিটি নিচু এবং জলাজমি। চাষযোগ্য জমি নয়। শুধু তাই নয়, আদালতে এদিন দাবি করা হয়, যারা এখন জোর করে জমি নেওয়ার অভিযোগ করছেন, সেই জমিদাতারই স্বেচ্ছায় জমি দিয়েছিলেন। এখন তাঁরা মত বদল করেছেন।
সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি তাঁর নির্দেশে জানিয়ে দেন, জোর করে চাষযোগ্য জমি নিয়ে তাতে ভেরি করা সম্পূর্ণ বেআইনি (High Court)। যারা এই বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজ্যকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে সেই জমি আবার চাষযোগ্য জমিতে রূপান্তরিত করে দেওয়ার ব্যবস্থা করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিএলআরও-কে। এবং তার জন্য সমস্ত খরচ বহন করতে হবে যারা এই বেআইনি কাজটি করেছেন তাদের।