ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কয়েকদিন পরেই আমেরিকার ক্ষমতার পালা বদল হতে চলেছে। ঠিক তার আগেই ভারত সফরে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান (Jake Sullivan in India)। আমেরিকার বিদেশ মন্ত্রকের দফতরের তরফে বিবৃতি দিয়ে জ্যাক সালিভানের ভারত সফরের কথা জানানো হয়েছে।
সফরের কর্মসূচি কী? (Jake Sullivan in India)
রবিবার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান (Jake Sullivan in India) ভারতে আসবেন বলে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, জ্যাক সালিভানের এই দু-দিনের ভারত সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দিল্লি আইআইটিতে বিদেশনীতি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও যোগ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান।
আলোচনায় থাকতে পারে বাংলাদেশ (Jake Sullivan in India)
ভারত সরকারের একটি সূত্র থেকে জানা যাচ্ছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান (Jake Sullivan in India) ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে উঠে আসতে পারে দ্বিপাক্ষিক সম্পর্ক, আদানিদের বিরুদ্ধে ঘুষের মামলা, আমেরিকা ও কানাডার মাটিতে খলিস্তানপন্থীদের তৎপরতা, ফৌজদারি মামলায় ডোভালকে আমেরিকার আদালতের সমনের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিও।
ভারত মহাসাগরে চিনের প্রভাব
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের সাথে রবিবারের বৈঠকে থাকতে পারে ‘ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি’-র ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহার সংক্রান্ত বিষয়, এবং ভারত মহাসাগরীয় একালায় চিনের প্রভাব প্রভাব সহ বেশ কয়েকটি বিষয়।এক্ষেত্রে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্প ভারত মহাসাগর নিয়ে কী ভাবছে সেই বিষয়েও বোঝা যাবে এই বৈঠকের পর।
পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা
রবিবার মার্কিন জাতীয় নিরাপত্তা মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে উঠে আসতে পারে পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিস্থিতির প্রসঙ্গ।পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে ভারত ও আমেরিকা কোন পথে এগোবে তারও আভাস মিলতে পারে এই বৈঠকের পর।এর আগেই আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তিনি ক্ষমতায় আসলে যুদ্ধের জন্য এত বেশি অর্থ খরচ করবেন না। আর এবার তিনি কি সেই পথেই হাটবেন নাকি তিনি আবারও আমেরিকার প্রভাব বজায় রাখতে যুদ্ধে মদত দেবেন সেই বিষয়েও বোঝা যাবে।
বাইডেন সরকারের সঙ্গে শেষ বৈঠক?
আগামী ২০ জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।ঠিক তার হাতে ক্ষমতা যাওয়ার আগে এটাই সম্ভবত বাইডেন প্রশাসনের সাথে ভারত-মার্কিন শেষ দ্বিপাক্ষিক বৈঠক।