ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কানাডার পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো(Justin Trudeau)। এমনকি রাজনীতি থেকেও অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এ বছরের অক্টোবরে কানাডায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এমন অবস্থায় বুধবার ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান ট্রুডো।
ন’বছর প্রধানমন্ত্রী পদে ট্রুডো (Justin Trudeau)
কানাডার শাসকজোটের প্রধান দল ট্রুডোর লিবেরাল পার্টি। তাঁর এই ইস্তফা দেওয়ার ঘোষণা করার পরেই ট্রুডোর(Justin Trudeau) উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০১৩ সালে কানাডার পার্লামেন্টে লিবারেল পার্টি তৃতীয় স্থানে নেমে যাওয়ার পরে দলের নেতৃত্বে এসেছিলেন ট্রুডো। ২০১৫ সালের নির্বাচনে তিনি দলকে ক্ষমতায় ফিরিয়েছিলেন। তার পর থেকে একটানা ন’বছর প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনিই।
কী জানিয়েছেন ট্রুডো? (Justin Trudeau)
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো(Justin Trudeau) জানিয়েছেন, “আসন্ন নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। আমি একক ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি। রাজনীতি থেকে অবসরের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও ট্রুডো জানান, রাজনীতি ছাড়ার পরে তিনি কী করবেন, সে বিষয়ে ভাবার বেশি সময় পাননি। তিনি বলেন, “সত্যি বলতে এর পরে আমি কী করব, তা ভাবার জন্য খুব একটা সময় এত দিন পাইনি। কানাডাবাসী যে কারণে আমাকে নির্বাচিত করেছিলেন, সেই কাজটাই এত দিন আমি মন দিয়ে করে গিয়েছি।”
আরও পড়ুন:China Policy of USA: বাইডেনের পথেই চীনকে সামলাবে ট্রাম্প প্রশাসন? নজরে ভারতের সঙ্গে সম্পর্ক
ইস্তফা দিলেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন ট্রুডোর
ইস্তফা দিলেও প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন ট্রুডো(Justin Trudeau)। কানাডার আইনসভার রীতি অনুসারে, এই পরিস্থিতে ক্ষমতাসীন দল পরবর্তী নেতা নির্বাচনের জন্য আগামী ৯০ দিন সময় পাবে। এসবের মধ্যেই ট্রুডো ট্রাম্পের শুল্ক হুঙ্কারের মোকাবেলায় কানাডার জবাব কী হতে পারে তা নিয়ে পরামর্শ দিয়েছেন বলে জানা যায়। তাছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডার রাষ্ট্রদূত এবং কিছু ফেডারেল মন্ত্রীদের সঙ্গে দেখাও করেছেন তিনি। । ট্রেুডো বলেছেন, “এই দেশে সর্বদা অনেক রাজনীতি চলছে, কিন্তু কানাডার জাতীয় স্বার্থে কখন পদক্ষেপ করতে হবে তা জানা প্রয়োজন। আসলে কানাডিয়ানরা যা দেখতে চায় তা জানা প্রশাসনিক আধিকারিকদের আবশ্যিক।”
আরও পড়ুন:Hamas: ৭ অক্টোবরের হামলা আমাদের গর্ব! যুদ্ধবিরতি চুক্তির পর দাবি হামাস নেতার
ট্রুডোর ঘনিষ্ঠ ছিলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
ট্রুডোর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন কানাডার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। কিন্তু সকলকে অবাক করে দিয়ে গত ডিসেম্বরে হঠাৎই পদত্যাগ করেন তিনি। প্রকাশ্যে পদত্যাগের কারণ না-জানালেও শোনা গিয়েছিল নীতি নির্ধারণের ক্ষেত্রে ট্রুডোর সঙ্গে মতপার্থক্যের কারণেই মন্ত্রিসভা ছেড়েছেন তিনি। ঠিক তার কিছুদিন পরেই জানুয়ারিতে ট্রুডোর নির্বাচন থেকে সরে আসার ঘোষণা ভাবাচ্ছে কানাডাবাসীকে।