ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছর (New year) শুরুর আগেই মেয়েকে নিয়ে কাঞ্চন-শ্রীময়ী (Kanchan–Sreemoyee) ঘুরে এসেছেন দার্জিলিং থেকে। মেয়ে কৃষভির বয়স মাত্র দুই মাস। কোনও কান্নাকাটি নেই। আবার কোনও বায়নাও নেই। এই বয়সেই তার প্রথম ভ্রমণটা হয়ে গেল। নতুন বছরে ছোট্ট খুদেকে নিয়ে কাঞ্চন শ্রীময়ীর কোন প্ল্যান রয়েছে? আগামী বছর কীভাবে কাটাতে চাইছেন এই জনপ্রিয় জুটি? শ্রীময়ী সে কথা শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
ইচ্ছা থাকলেও, উপায় নেই (Kanchan-Sreemoyee)
সদ্য তাঁরা দার্জিলিং থেকে ঘুরে এসেছেন। আপাতত নতুন বছরকে স্বাগত জানিয়ে সেভাবে কোনও পরিকল্পনা নেই। অর্থাৎ কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee) বড় কোনও সেলিব্রেশনের পরিকল্পনা করেননি। তবে এটা ঠিক। নতুন বছরের প্রথম দিনটা এবং ফেলে আসা বছরে শেষ দিনটা এই জুটি কাজ ফেলে মেয়ের সঙ্গে সময় কাটিয়েছেন। সেলিব্রেশনের ইচ্ছা থাকলেও, আপাতত উপায় নেই। একে তো ঠান্ডা। তার উপর কৃষভির বয়স এখন খুবই কম।
কীভাবে হল সেলিব্রেশন? (Kanchan-Sreemoyee)
প্রতিবছর দক্ষিণেশ্বর, কালীঘাটে পুজো দিয়ে বছরের প্রথম দিন শুরু করেন শ্রীময়ী (Kanchan-Sreemoyee)। আগে মায়ের সঙ্গে পুজো দিতে যেতেন। ২০২১ থেকে কাঞ্চনের সঙ্গে পুজো দিতে যান। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সঙ্গে ছিলেন শ্রীময়ীর মা। নতুন বছরে যে সেলিব্রেশন একেবারেই হয়নি তা নয়। রাত ১২টায় মেয়েকে কোলে নিয়ে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করেছেন কাঞ্চন এবং শ্রীময়ী।
আরও পড়ুন: Riya Ganguly: নতুন বছরে বন্ধ মনের দরজা, ২০২৫ সালে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন রিয়া
কবে ফিরবেন পর্দায়?
অভিনয়ে কবে ফিরছেন? নতুন বছরে কি কাঞ্চন শ্রীময়ী কাজে ফিরছেন? কতটা ব্যস্ত থাকবেন তাঁরা? শ্রীময়ীর কথায়, যেহেতু কৃষভি এখন খুব ছোট্ট। তাকে তার মায়ের দরকার। আপাতত ছয় মাস শ্রীময়ী কাজে ফিরছেন না। মেয়ের কাছেই থাকবেন। তবে কাঞ্চন নতুন বছরে নতুন ভাবে কাজে ফিরছেন। মেয়েকে সময় দিচ্ছেন ঠিকই, কিন্তু কাজ থামিয়ে রাখেননি। একটি সিরিজে তাঁর অভিনয় করার কথা। সেই কাজ হবে নতুন বছরে।
আরও পড়ুন: Ankita Mallick: নতুন বছরে অঙ্কিতার সামনে নতুন চ্যালেঞ্জ, দুর্গা রূপে কীভাবে মোকাবিলা করবেন?
২০২৪ শ্রীময়ীর জন্য ভীষণ লাকি
মেয়ে কৃষভি কাঞ্চন-শ্রীময়ীর সংসারে আসার পর থেকে, জীবনের অন্যতম ভালো সময় কাটাচ্ছেন তাঁরা। তাছাড়া ২০২৪ শ্রীময়ীর জন্য ভীষণ লাকি একটা বছর ছিল। এই বছর তিনি জীবন শুরু করেছেন কাঞ্চনের সঙ্গে। তাঁদের সংসারে নতুন সদস্য এসেছে। বলতে গেলে, ২০২৪ এ শ্রীময়ীর প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ। ২৫ ডিসেম্বর স্মরণীয় করতে কেক কেটেছেন পাহাড়ি রাস্তায়। তবে একটাই আফসোস। মেয়ে কৃষভিকে সামলাতে গিয়ে কাঞ্চনের শাশুড়ি অর্থাৎ শ্রীময়ীর মা সেই উদযাপনে যোগ দিতে পারেননি। শৈল শহর ভ্রমণে কৃষভি রাস্তায় খুব একটা না বেরোলেও, সাজগোজে খামতি ছিল না। হোটেলের ভিতরে রকমারি রঙিন পশমি পোশাকে সেজেছিল সে।