Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বিধায়কের হস্তক্ষেপে অবশেষে কাটলো রায়গঞ্জ (Raiganj) পুরসভার সাফাই কর্মীদের বেতন জট। উঠে গেল সাফাইকর্মীদের কর্মবিরতি। আগামী ১৫ ফেব্রুয়ারীর মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। এরপরই সাফাইকর্মীরা কর্মবিরতি তুলে নেন এবং শহরের জঞ্জাল পরিষ্কারে হাত লাগান।
কি ঘটেছে ? (Raiganj)
বেতন বকেয়া থাকার জেরে ৪ দিন ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন রায়গঞ্জ (Raiganj) পুরসভার অস্থায়ী কর্মচারী ও সাফাইকর্মীরা। পুরসভার সঙ্গে কর্মীদের দীর্ঘ আলোচনার পরেও মিলছিল না সুরাহা। ফলে জঞ্জাল জমছিল শহরের বুকে। অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল রাস্তাঘাট।সাফাই কর্মীরা জানিয়েছিলেন – ”বেতন সংক্রান্ত সমস্যার সমাধান চেয়ে আগে অনেকবার আমরা পুরপ্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। পুরপ্রশাসকরা কথা দিয়েও কথা রাখেননি। প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি পুরসভা। এর আগেও একাধিকবার বেতনের দাবিতে আমরা বিক্ষোভ দেখিয়েছি। বকেয়া বেতন না পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”
এমত পরিস্থিতিতে শনিবার সকালেই পুরসভায় পৌঁছে যান বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। পুরপ্রশাসক ও সাফাইকর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি।পুরসভার অস্থায়ী কর্মচারি ও সাফাই কর্মীদের অতি দ্রুত বকেয়া বেতন দিয়ে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়কের আশ্বাসের পর কাজে যোগ দেন অস্থায়ী কর্মচারি ও সাফাই কর্মীরা। শহরজুড়ে শুরু হয় জঞ্জাল সাফাইয়ের কাজ।
আরও পড়ুন : ডিজে না, পিকনিকে খোল-করতাল, সঙ্গী ‘গোপাল’, ব্যতিক্রমী বনভোজন
বিধায়কের হস্তক্ষেপে কাটল জট (Raiganj)
বকেয়া আছে রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মচারি, সাফাই কর্মীদের এক মাসের বেতন। চারমাস ধরে বন্ধ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন। প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন পুরসভার অস্থায়ী কর্মচারী ও সাফাই কর্মীরা। ৪ দিন ধরে রায়গঞ্জ (Raiganj) শহরে বন্ধ ছিল পুরসভার সাফাই অভিযান। তৈরি হচ্ছিল জঞ্জালের স্তূপ।সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। রায়গঞ্জ পুরসভার প্রশাসকমন্ডলী একাধিকবার আলোচনায় বসে অস্থায়ী কর্মচারি ও সাফাই কর্মীদের সঙ্গে। বের হয়নি সমাধান সূত্র।
বাধ্য হয়েই শনিবার সকালে হস্তক্ষেপ করেন বিধায়ক কৃষ্ণ কল্যানী। বসেন আলোচনায়। আলোচনায় তিনি ১৫ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। ২০ ফেব্রুয়ারির মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের একমাসের পেনশন মিটিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
আরও পড়ুন : বিদায়বেলায় ফের জাঁকিয়ে শীত? তোলপাড় করা আপডেট দিলো আবহাওয়া
কাজে যোগদান সাফাই কর্মীদের
বিধায়কের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই কাজে যোগ দেন অস্থায়ী কর্মী, সাফাই কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জঞ্জাল সাফাইয়ের কাজ। বিধায়কের আশ্বাসে ফের কাজে পুরসভার সাফাই কর্মীরা। ফের জঞ্জালমুক্ত হয়েছে রায়গঞ্জ শহর।