ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন কুন্তল ঘোষের (Kuntal ghosh)। বুধবার ইডির মামলায় কুন্তল ঘোষকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে এখনই জেলমুক্তি নয় ধৃত যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষের। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের (CBI) মামলায় আপাতত জেলেই কুন্তল ঘোষ।
প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষকে ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বুধবার ইডির (ED) দায়ের করা মামলায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। নির্দেশ দিলেন, অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে শুনানির সময় তাঁকে (Kuntal ghosh) হাজির থাকতেই হবে। মোবাইল নম্বর জমা দিয়ে দিতে হবে আদালতে। ওই মোবাইল নম্বরটি পরিবর্তন করা যাবে না। তা ছাড়া, কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না।
আরও পড়ুন: চরম অমানবিক ছবি সরকারি হাসপাতালে, সদ্যোজাত শিশুকে তুলে নিয়ে গেল কুকুর
আরও পড়ুন: পুকুর সংস্কার থেকে গাড়ি কেনা, বিপুল গরমিল হিসেবে! ক্যাগ রিপোর্টে শুরু রাজনৈতিক তরজা
কুন্তল ঘোষের দুটি ফ্ল্যাটে দিনভর তল্লাশি চলার পর ২০২৩ সালের ২১ জানুয়ারি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। তল্লাশি চালিয়ে দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করেছিল ইডি। অভিযোগ, চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন কুন্তল। এভাবেই দিনে দিনে ফুলে ফেঁপে উঠেছিলেন তিনি। কুন্তল (Kuntal ghosh) মোট ১৯ কোটি টাকা তুলেছিলেন বলে দাবি করেন তদন্তকারীরা। কুন্তলের নাম প্রথম শোনা গিয়েছিল শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডলের মুখে। তাঁর প্রতিষ্ঠানের পড়ুয়াদের কাছ থেকে টাকা তুলে তিনি কুন্তলকেই দিয়েছিলেন বলে দাবি করেন তাপসবাবু।
আরও পড়ুন: তৃণমূল নেতার বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ, টাকা না দেওয়ায় বৃদ্ধার ঘরে ঝুলল তালা!
জামিন চেয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন কুন্তল। তবে শীর্ষ আদালত ওই মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয়। শুনানিতে কুন্তলের আইনজীবী আদালতে দাবি করেন এই মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর হয়েছে।তাই তাঁর মক্কেলের জামিনও মঞ্জুর করা হোক। যদিও ইডি কুন্তলের জামিনের বিরোধিতা করে। সব পক্ষের বক্তব্য শুনে বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ কুন্তলের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।