ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছর (New year) অর্থাৎ ২০২৫, টলি সুন্দরী মধুমিতা সরকারের (Madhumita Sarcar) জন্য ভীষণ লাকি হতে চলেছে। নতুন বছরে জীবনটা নতুন করে শুরু করতে চলেছেন অভিনেত্রী। এই মুহূর্তে টলিপাড়ার (Tollywood) সবথেকে বড় খবরটা হল, ২০২৫ এ মধুমিতা সরকার বিয়ে করতে চলেছেন। তার জন্য দর্শকদের কাছে আশীর্বাদ চাইলেন। বিয়ের প্রস্তুতি শুরু। অভিনেত্রী কবে বিয়ে করছেন? নতুন বছরে বিয়ে তো করবেন, কিন্তু তারিখ অর্থাৎ কোন দিনে?
পাকাপাকি সংসারের প্রস্তুতি (Madhumita Sarcar)
পাকাপাকি ভাবে সংসার করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী (Madhumita Sarcar), যদিও বিয়ের তারিখ এখনও জানাননি। সেটা এখনও সিক্রেট। তবে খুব শীঘ্রই তিনি বিয়ের তারিখ জানিয়ে দেবেন। গত ৫ বছরে তিনি ছিলেন টলিউডের অন্যতম সিঙ্গেল অভিনেত্রী। ২০২৪ এর দুর্গাপুজোয় নিজের জীবনের নতুন আরম্ভের কথা বলেছিলেন। জানিয়েছিলেন, তিনি প্রেম করছেন। প্রেমিক তাঁর ছোটবেলার বন্ধু, দেবমাল্য চক্রবর্তী। এবার আর অপেক্ষা নয়। পাকাপাকি ভাবে সংসার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
মধুমিতার জীবনে শুধুই বসন্ত (Madhumita Sarcar)
টলিউডের ফেমাস অ্যাকট্রেস মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তাঁর জীবনে নাকি এখন শুধুই বসন্ত! আর অন্য কোনও ঋতুর এন্ট্রি নেই। এমনটাই বলেছিলেন তিনি। তিনি হাসি মজায় থাকতে ভীষণ ভালোবাসেন। বলেছিলেন, নিজের জীবনে অভিনেত্রী একেবারেই হিসেবে করে চলেন না। যেটা মন থেকে চান, সেটাই করেন। কাজের ক্ষেত্রে যেটা করতে ভালো লাগে, সেই কাজ তিনি মন দিয়ে করেন। সেই কাজের পিছনে রীতিমত পড়ে থাকেন। কিন্তু ধরে বেঁধে হিসেব করে চলা পছন্দ করেন না। এখন তাঁর জীবনে শুধুই বসন্ত। মধুমিতার কথায় “আমার জীবন এখন বসন্তময়। বসন্ত মনে হয় সারাজীবন থেকে যাবে। আর কোনও সিজন চেঞ্জ হবে না। শুধু বসন্ত আর বসন্ত”।
আরও পড়ুন: Ditipriya Roy: রাসমণির ইমেজ ভেঙে প্রেমিকা দিতিপ্রিয়া, ফিরছেন ছোট পর্দায়
কাজে ভীষণ ব্যস্ত
এখন মধুমিতার হাতে একগুচ্ছ কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর দুটি ছবি। নতুন একটি ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হবে। আরেকটি নতুন ছবি নিয়ে কথা চলছে। মধুমিতা সরকারকে ‘ফেলুবক্সী’তে খুব শীঘ্রই দেখবেন দেবযানী চরিত্রে। গল্প অনুযায়ী, দেবযানীর চিরকালীন ক্রাশ ফেলু।
আরও পড়ুন: Annwesha-Ritwik: ঋত্বিক-অন্বেষা জনপ্রিয় জুটি, ২০২৪ এ পাওয়ার পাশাপাশি হারালেন অনেক কিছু!
চরিত্রের সঙ্গে মধুমিতার মিল
দেবযানী চরিত্রের ক্ষেত্রে অর্থাৎ দেবযানীর সাথে মধুমিতার কিছু মিল আছে। দুজনেই নিজের ক্ষেত্রে খুব সিরিয়াস। তারা বাইরে থেকে একরকম, আবার ভিতর থেকে আলাদা। অভিনেত্রীর কথায়, তিনি নিজের প্রশংসা করতে পারেন না। নিজের কথা মুখ ফুটে বলতেও পারেনা। খুব কাজ করছেন, কিংবা দারুণ কিছু একটা করছেন, এটা একেবারেই দেখাতে পারেন না। আর এই জায়গায় দেবযানীর সঙ্গে তাঁর খুব মিল। এভাবেই তিনি চরিত্রটির সঙ্গে নিজেকে কানেক্ট করতে পেরেছেন।