ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঞ্চে লাল পোশাকে শুয়ে পড়লেন মালাইকা আরোরা (Malaika Arora Dance) । তারপর শুরু করলেন তুমুল নাচ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে, বহু নেটিজেন তো রেগে লাল। অনেকেই বললেন, “এটা তো ফ্যামিলি শো”। এই ধরনের শোয়ে এমন পারফরম্যান্স করা নাকি মালাইকার উচিতই হয়নি। আবারও ট্রোলের মুখে অভিনেত্রী এবং মডেল মালাইকা আরোরা। বিতর্ক বলুন কিংবা সমালোচনা, যেন মালাইকার পিছু ছাড়তেই চাইছে না। একের পর এক নতুন বিতর্কের মুখে তিনি। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ বিতর্ক এখনও অতীত হয়নি। তার মাঝে নেচে ট্রোলের শিকার হলেন।
সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত বিতর্ক (Malaika Arora Dance)
মালাইকা (Malaika Arora Dance) তাঁর গ্ল্যামারাস ব্যক্তিত্ব এবং অনবদ্য নৃত্য দক্ষতার জন্য পরিচিত। ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার ভার্সেস সুপার ড্যান্সার চ্যাম্পিয়নস কা টাশানের (India’s Best Dancer vs Super Dancer : Champions Ka Tashan) অভিনেত্রী এবং বিচারক হিসেবে সম্প্রতি শোতে তাঁর সাহসী পারফরমেন্সের জন্য সমালোচনার মুখোমুখি হয়েছেন। কয়েক সপ্তাহ আগে একটি পর্বে, মালাইকা লাল বোল্ড পোশাকে প্রাণবন্ত পরিবেশন করেন। সেই নাচ কেবল সহ-বিচারক গীতা কাপুরকে হতবাক করে দেয়নি, বরং রেমো ডি’সুজা সহ কোরিওগ্রাফারদের মঞ্চে তাঁর সাথে যোগ দিতে উৎসাহিত করেছিল। সেই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত বিতর্কের বিষয় হয়ে ওঠে।
কটাক্ষের মুখে মালাইকা (Malaika Arora Dance)
বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মালাইকার (Malaika Arora Dance) এমন নাচের জন্য সমালোচনা করেছেন। যুক্তি দিয়েছেন, এটি একটি পরিবার-কেন্দ্রিক রিয়েলিটি শোয়ের জন্য অনুপযুক্ত। মন্তব্যের বন্যা বয়ে গেছে। একজন ব্যবহারকারী বলেছেন, “এটি একটি পারিবারিক অনুষ্ঠান, বলিউডের আইটেম নম্বর নয়।” অন্য একজন যোগ করেছেন, “মালাইকা এই সাহসী পদক্ষেপগুলি দিয়ে সীমা অতিক্রম করছেন। এটি এর জন্য উপযুক্ত জায়গা নয়।” কেউ কেউ শোতে মালাইকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, তাঁর এহেন আচরণ প্রতিযোগীদের উপর ছায়া ফেলছে।
আরও পড়ুন: Madhumita Sarcar: বাজারে গিয়ে ১০ হাজার ফুল কিনলেন মধুমিতা, তাহলে কি অভিনেত্রী নতুন পেশায়?
মালাইকার পাশে অনুরাগীরা
সমালোচনা তীব্র হলেও, মালাইকার অনুগত ভক্তরা তাঁর পক্ষ নিয়েছেন। মালাইকা অনুরাগীদের বক্তব্য “মালাইকা শোয়ের প্রাণ! তাঁর নাচ ক্লাসি। যারা তাঁর সমালোচনা করে, তারা কেবল ঈর্ষান্বিত”। মালাইকা প্রায়শই তাঁর সাহসী ফ্যাশন, পছন্দ এবং নৃত্য পরিবেশনের জন্য খবরের শিরোনামে এসেছেন। যা তাঁকে ভক্তদের মধ্যে প্রিয় এবং সমালোচকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
আরও পড়ুন: Nusrat Jahan: নুসরতকে পেয়ে ধন্য যশ, ভালোবাসায় রাঙিয়ে দিলেন প্রিয়তমার জন্মদিন
ব্যক্তি জীবন নিয়ে কাটাছেঁড়া
বলি ইন্ডাস্ট্রির সবচেয়ে স্টাইলিশ এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্বদের মধ্য অন্যতম তিনি। তাছাড়া এই সমস্ত ট্রোল তিনি একেবারেই গায়ে মাখেন না। মালাইকার ব্যক্তি জীবন নিয়েও কম কাটাছেঁড়া নেই। আরবাজ খানের সঙ্গে সংসার করেছিলেন ১৮ বছর। তারপর সেই সম্পর্ক থেকে বেরিয়ে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন কাপুরের সঙ্গে। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙেছে। ছোট থেকেই অনেক পরিশ্রম করেছেন মালাইকা। নিজেকে বড্ড ভালোবাসেন। মনে করেন , মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব দরকার। সমাজে কে কটুক্তি করল, আর কে কটাক্ষ করল, এসব নিয়ে তিনি ভাবেন না।