ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (gangasagar)। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, সোমবার গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রস্তুতি ঘিরে শেষ মুহূর্তের তৎপরতা তুঙ্গে। দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।
বাহারি রঙিন আলোয় সেজে উঠেছে কপিল মুনির মন্দির-সহ কাকদ্বীপের লট ৮, কচুবেড়িয়া ঘাট, চেমাগুড়ি, নামখানার নারায়ণপুর ঘাট এবং গোটা মেলা চত্বর। গঙ্গাসাগরের (gangasagar) হেলিপ্যাডে হেলিকপ্টারের মহড়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, দুপুরে গঙ্গাসাগরে পৌঁছে প্রথমে কপিল মুনি মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পুজো দিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্যালয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কপিলমুনি মন্দিরের প্রধান পুরোহিত জ্ঞানদাস মোহন্তের সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে। সেখান থেকে সভায়।
আরও পড়ুন: Winter Update : আবহাওয়ায় বিরাট বদল! রাজ্যজুড়ে ‘নতুন’ অশনি! বুধ থেকে ‘হাওয়াবদল’?
৯৫ মৎস্যজীবীকে অভ্যর্থনা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
গঙ্গাসাগর পৌঁছে বাংলাদেশ থেকে মুক্তি পাওয়া এ দেশের ৯৫ মৎস্যজীবীকে (fishermen) অভ্যর্থনা জানাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সূত্রের খবর, ১০ হাজার করে টাকা এবং শাল উপহার দেওয়া হবে তাঁদের। মৎস্যজীবীদের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য তুলে দেবেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: Gangasagar Mela 2025: ১৩ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা, সর্বস্তরে প্রস্তুতি ভারত সেবাশ্রমের
গত অক্টোবর মাসে বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার হয়েছিল মৎসজীবীদের (fishermen)। কাকদ্বীপের ছ’টি ট্রলার আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। রবিবার দুপুরে আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়েছে। রবিবার দুপুর ১২টা নাগাদ বঙ্গোপসাগরের উপর আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হয়। ভারত-বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় এ দেশে বন্দি ৯০ জন মৎস্যজীবীকে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে মুক্তি পাওয়া ভারতীয় মৎস্যজীবীদের স্বাগত জানাবেন। তাঁদের সঙ্গে কথাও বলবেন বলে সূত্রের খবর।