ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “মুখোশে মানুষে খেলা – ডার্ক মাইন্ড গেমস” (Mukhoshe Manushe Khela), কর্পোরেট থ্রিলারের গল্প নিয়ে আসছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। ইতিমধ্যেই সামনে এসেছে অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার (first-look poster) । নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে, সাবিত্রী প্রোডাকশনস, প্রশংসিত পরিচালক অরফিউস মুখোটির সহযোগিতায়, তাদের বহুল প্রতীক্ষিত বাংলা ফিচার ফিল্ম “মুখোশে মানুষে খেলা – ডার্ক মাইন্ড গেমস” এর ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করেছে। খুনের রহস্য এবং কর্পোরেট ষড়যন্ত্রের অনন্য রূপ, দুয়ের মিলমিশ মুগ্ধ করবে দর্শকদের। এমনটাই আশাবাদী ছবির গোটা টিম।
নন্দিনীর চরিত্রে প্রিয়াঙ্কা (Mukhoshe Manushe Khela)
জয়দীপ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার এবং সুব্রত দত্ত অভিনীত মুখোশে মানুষের খেলা (Mukhoshe Manushe Khela) ছবিটি ব্যবসায়ী জয় সান্যালের (জয়দীপ চক্রবর্তীর চরিত্রে) জীবনকে ঘিরে আবর্তিত। যিনি তার প্রতিদ্বন্দ্বীদের দ্বারা তৈরি খুনের ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েন। একটি রহস্যময় মৃত্যু ঘটলে, জয় তার আপাতদৃষ্টিতে পৃথিবীর অন্ধকার রহস্যের মুখোমুখি হতে বাধ্য হন।
প্রিয়াঙ্কার চরিত্র (Mukhoshe Manushe Khela)
ছবিতে প্রিয়াঙ্কা সরকার একজন রহস্যময় কর্পোরেট সহযোগী নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন (Mukhoshe Manushe Khela)। সুব্রত দত্ত অভিনয় করছেন তদন্তকারী মানিক সেনের ভূমিকায়। বাস্তব জীবনের পুলিশ এসিপি আলোক সান্যালও এই ছবিতে নিজের চরিত্রে অভিনয় করবেন।
আরও পড়ুন: Nicole Kidman: গোল্ডেন গ্লোবসে প্রতিফলিত ভারতীয় সংস্কৃতি, হলিউড অভিনেত্রী জানালেন নমস্কার
কর্পোরেট থ্রিলার ধারার যুগান্তকারী উদ্যোগ (Mukhoshe Manushe Khela)
মুখোশে মানুষে খেলা’র (Mukhoshe Manushe Khela) অভিনেতা ও লেখক এবং থিয়েটার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন জয়দীপ চক্রবর্তী তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অভিষেক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মতে, ” ‘মুখোশে মানুষে খেলা’কে জীবন্ত করে তোলা একটি রোমাঞ্চকর যাত্রা। আমরা এই অনন্য কর্পোরেট থ্রিলারটি বিশ্বব্যাপী দর্শকদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি”। পরিচালক অরফিয়াস মুখোটি যিনি ‘এই শহর’, বলি’, ‘আকাশী পুলওভার’ এবং ‘অধরা’র জন্য পরিচিত। তাঁর মতে, “এই ছবিটি কর্পোরেট থ্রিলার ধারার একটি যুগান্তকারী উদ্যোগ, যা শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেন্স এবং ষড়যন্ত্র প্রদান করে।”
আরও পড়ুন: Rukmini Maitra: মানত পূরণ হয়েছে, দক্ষিণেশ্বরে ১৪০ প্রদীপ ভাসাবেন রুক্মিণী
মুক্তি কবে?
সংযুক্ত আরব আমিরাতের সাবিত্রী প্রোডাকশন দ্বারা প্রযোজিত, ‘মুখোশে মানুষের খেলা – ডার্ক মাইন্ড গেমস’ ছবির সম্প্রতি কলকাতায় শ্যুটিং সম্পন্ন করেছে। ছবিটির চিত্রগ্রহণে সৌরভ দে, সঙ্গীত পরিচালনায় কৌশিক ঘোষ। ছবির টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন অভিজিৎ বর্মণ, ওরফে ক্যাকটাস খ্যাত ‘পোটা’। ছবিটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কলকাতা এবং সংযুক্ত আরব আমিরাতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও, সাবিত্রী প্রোডাকশন তাদের আসন্ন ছবি ‘দ্য ফিনিক্স’ দিয়ে ইংরেজি সিনেমায়ও করছে। যা ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা। ছবিটি বর্তমানে বিশ্বব্যাপী চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে।