Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডানকুনি লাইনে ১০০ ঘণ্টা বন্ধ ট্রেন। বন্ধ রয়েছে বালি ব্রিজও। (Bally bridge is closed) রেললাইনের কাজের জন্য বন্ধ রয়েছে ডানকুনি-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে ২২ জোড়া লোকাল ট্রেন। বাতিল থাকছে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও। ডানকুনি দিয়ে চলা একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেসকে কাজ চলাকালীন নৈহাটি-ব্যান্ডেল শাখা দিয়ে চালানো হবে। যার জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
ট্রেন বন্ধের জেরে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে যাত্রী ভোগান্তি। শিয়ালদহ-ডানকুনি শাখায় বালিঘাট এবং বালিহল্ট স্টেশনের মধ্যে (Bally bridge is closed) সিসিআর-১৫ সেতুর প্রায় ৯৫ বছরের পুরনো গার্ডার বদল করা হবে। তার জেরেই আগামী সোমবার ভোর চারটে পর্যন্ত টানা ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ। ফলে স্বাভাবিক ভাবেই অফিস টাইমে যাত্রী ভোগান্তির ছবি চরম পর্যায়। না জেনেই বহু মানুষ ভিড় জমিয়েছেন ডানকুনি ষ্টেশনে। আবার কেউ ছুটছেন বিকল্প পথের সন্ধানে। বাসে চেপে গন্তব্য পৌঁছাতেও সমস্যায় মুখে পড়ছেন যাত্রীরা।
আরও পড়ুন: Mob attacked: স্কুল চলাকালীন শিক্ষিকার উপর দুষ্কৃতী হামলা, আতঙ্কের পরিবেশ স্কুল চত্বরে
বন্ধ বালি ব্রিজ (Bally bridge is closed)
একদিকে যেমন ডানকুনি শিয়ালদা শাখায় রেললাইনের কাজের জন্য বন্ধ রয়েছে ট্রেন চলাচল। অন্যদিকে বেশ কিছু দিনের জন্য এবার বন্ধ বালি ব্রিজ (Bally bridge is closed) । টানা পাঁচ দিন বন্ধ বালি ব্রিজের একাংশও। ডানকুনিগামী বাস-গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে। ফলে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বালি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালি দিকে আসার লেনটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যার ফলে বালি থেকে কলকাতামুখী লেনটিতে রাস্তায় দুদিক থেকে যান চলাচল করার জন্য তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
শুধু বাস চলাচল নয়। অফিস টাইমে আবার রাস্তা কার্যত বন্ধ। যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। গাড়ির লম্বা লাইন। শেষমেশ হাজারে-হাজারে মানুষ ফুট ধরে বালি ব্রিজ থেকে হাঁটা শুরু করে দিয়েছে। আর এর ফলেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। শুক্রবার সকালে বিক্ষোভ দেখাতে শুরু করে নিত্যযাত্রীরা।
আরও পড়ুন: Sanjay Roy: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই, সোমবার শুনানি
এরপরেই এই ভোগান্তি মেটানোর জন্য পুলিশ বালি হল্ট স্টেশনের কাছে নিবেদিতা সেতুর টোলওয়ের রাস্তার ধারের পাঁচিল কিছুটা ভেঙে বালিহল্ট স্টেশনের কাছেই যাত্রীদের বাস থেকে ওঠা নামার ব্যবস্থা করে দেয়। এর ফলে আপাতত যাত্রীদের সমস্য়ার সমাধান হয়। পাশাপাশি বালি ব্রিজের বালি থেকে দক্ষিণেশ্বরগামী পথে যান চলাচল এখনও স্বাভাবিক (Bally bridge is closed) । বাস, ট্যাক্সি, বেসরকারি গাড়ি, অটো, দু’চাকার গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে। উল্টোদিকে, দক্ষিণেশ্বর থেকে বালিগামী রাস্তায় কেবলমাত্র দু’চাকা এবং তিন চাকার গাড়ি চলার অনুমতি দেওয়া হয়েছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।