ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উপ নির্বাচনের আগেই তৃণমূল নেত্রী তথা মন্ত্রীর বিরুদ্ধে পড়ল পোস্টার। তালডাংরা বিধানসভা এলাকার শিবডাঙ্গা-গোবিন্দপুর, বিবড়দা রাজ্য সড়কের উপর ইন্দপুরের কুরুস্থলিয়া, কচুইপাল ও যুগীবাইদ মোড়ের বাস যাত্রী প্রতিক্ষালয় সহ বিভিন্ন দোকানের দেওয়ালে একাধিক পোস্টার। ‘সাধারণ জনগণে’র নামে সাদা কাগজের উপর হাতে লেখা পোষ্টার ওই পোষ্টার ঘিরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই পোষ্টার গুলিতে ‘খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির এত জায়গা জমি হলো কীভাবে?’ থেকে শুরু করে তাঁর ‘শোরুম গুলো কীভাবে হল’। ‘জঙ্গল মহলের আদিবাসীদের রেশনের কাটমানির টাকা কোথায় গেল?’, তালবেড়িয়ায় কোটি কোটি টাকার রিসর্ট হল কী ভাবে’ বলে প্রশ্ন তোলা হয়েছে। যদিও রাতের অন্ধকারে কে বা কারা এই পোষ্টার দিল বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনকার মতো এদিন সকালেই এই রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণে যাওয়ার পথে পোষ্টার গুলি তাঁদের চোখে পড়ে। তবে কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে সে বিষয়ে বিন্দুমাত্রও জানেন না বলে তাঁরা দাবি করেন। এবিষয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, মানুষ চুরি ধরে ফেলেছেন। যত ভোট এগিয়ে আসবে ততই এই ধরণের ঘটনা প্রকাশ্যে আসবে বলেও তিনি দাবি করেন।
আরও পড়ুন:https://tribetv.in/know-the-full-details-of-bjp-candidates-name-west-bengal-byelection-2024/
অন্যদিকে, জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক রামানুজ সিংহমহাপাত্র পোষ্টার বিতর্কে বিরোধীদের দিকে আঙ্গুল তুলেছেন। তার দাবি, উপ নির্বাচনের আগে দিশাহীন বিরোধীরা এই সব কাণ্ড করছে। এবিষয়ে জানতে একাধিকবার মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাই এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার প্রতিক্রিয়া মেলেনি।