Priyanka Chopra: বলিউড ছেড়ে গিয়েছিলেন হলিউডে। কিন্তু যখন ফেরার প্রসঙ্গ এল, তখন তিনি বলিউড (Bollywood) নয়, বরং বেছে নিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রিকে। বলা হচ্ছে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কথা । তবে এটা ঠিক, দীর্ঘদিন পর তিনি ফিরছেন আবার ভারতীয় ছবির শুটিংয়ে। আর তাই কি শুটিং শুরু হওয়ার আগে ধর্মে মতি হল প্রিয়াঙ্কার? রীতিমত কপালে তিলক এঁকে পুজো দিলেন মন্দিরে। বিগ বাজেটের ছবি বলে কথা। তার উপর রাজামৌলির ছবি। আগামীতে প্রিয়াঙ্কা যে বড় ধামাকা দেখাতে চলেছেন, তা বলাই বাহুল্য।
ভারতীয় বিনোদন দুনিয়ায় ফিরছেন ‘দেশি গার্ল’
সময়টা ২০১৯ সাল, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির সুবাদে প্রিয়াঙ্কাকে শেষবার বলিউডে দেখা গিয়েছিল। তারপর মাঝে কেটে গিয়েছে প্রায় ৫ টা বছর। কিন্তু ভারতীয় সিনে দুনিয়ায় তাঁকে দেখা যায়নি। যদিও প্রিয়াঙ্কা যে থেমেছিলেন, কাজ করেননি এমনটা একেবারেই নয়। বরং নিজেকে ব্যস্ত রেখেছিলেন প্রচুর হলিউড প্রজেক্টে। তিনি যে ভারতীয় ছবিতে ফিরবেন, সেই আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। আর ঠিক তখনই শোনা গেল, খুশির খবর।
ভারতীয় বিনোদন দুনিয়ায় আবার দেখা যেতে চলেছে ‘দেশি গার্ল’কে। কিন্তু বলিউড নয়, বরং দক্ষিণ ইন্ডাস্ট্রিতে। শোনা যাচ্ছে, আগামীতে আসছে রাজামৌলির বিগ বাজেটের ছবি। সেখানেই দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
আরও পড়ুন: Akshay Kumar: অক্ষয়ের সময় ভালো যাচ্ছে না! বিক্রি করে দিলেন সাধের বাড়ি
আবারও ঝড় উঠবে বক্স অফিসে
ইতিমধ্যেই আন্তর্জাতিক ময়দানে ভারতীয় ছবির মাধ্যমে নতুন মাইল ফলক তৈরি করে ফেলেছেন রাজামৌলি। তাঁর সিনেমা মানেই বক্স অফিসে ঝড় উঠবে, সেটা বলাই বাহুল্য। ‘বাহুবলী’, ‘বাহুবলী ২’, ‘আরআরআর’ এর মতো বহু সিনেমা উপহার দিয়েছেন তিনি। এখন তিনি ভারতীয় দর্শকদের উপহার দিতে চলেছেন ‘SSMB29’ ছবি।
মহেশ বাবুর বিপরীতে প্রিয়াঙ্কা
প্রসঙ্গত, যত দিন যাচ্ছে ততই যেন দক্ষিণ ইন্ডাস্ট্রি আর বলিউড একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। দক্ষিণের বহু তারকা অভিনয় করছেন বলিউডে। আবার বলিউডের বহু তারকা অভিনয় করছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। বক্স অফিসে লাভের লাভের কথা বললে, দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকেই যেন পাল্লা একটু বেশি ভারী। আর তাই কি প্রিয়াঙ্কা ভারতীয় ছবিতে প্রত্যাবর্তনের ক্ষেত্রে দক্ষিণী ইন্ডাস্ট্রিকেই বেছে নিলেন? এমন প্রশ্ন উঠছে অনুরাগীদের মনে। এও শোনা যাচ্ছে, তাঁকে দেখা যাবে মহেশ বাবুর বিপরীতে।
এতদিন পর তিনি ভারতীয় সিনেমায় ফিরছেন, তাই জীবনে নতুন ইনিংস শুরু করলেন শ্রী বালাজির আশীর্বাদে। শুক্রবার সাত সকালেই তিনি পুজো দিয়েছেন হায়দরাবাদের ঐতিহ্যবাহী শিব মন্দিরে। ইনস্ট্রাগ্রাম স্টোরিতে সেই ছবি প্রিয়াঙ্কা শেয়ার করেছেন।
আরও পড়ুন: Shiboprosad-Nandita: ডাকাতের পর টলিপাড়ায় ভূতের উপদ্রব, শিবু-নন্দিতার ঘরেই আসল রহস্য