ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউটিউবে জনপ্রিয় শো চলাকালীন বিতর্কিত মন্তব্য। ‘ইন্ডিয়া গট’স ল্যাটেন্ট’-এর পডকাস্ট অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় রোষানলে জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। দেশজুড়ে তার বিরুদ্ধে ফুটছে ক্ষোভের আগুন। বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ দায়ের হয়েছে রণবীর আলাহাবাদিয়া সহ ওই শোয়ের ওই শোয়ের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে। তবে সবকিছু নিয়ে এতদিন প্রকাশ্যে ক্ষমা চাওয়া ছাড়া মুখ খোলেননি তারকা ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া (Ranveer Allahbadia)।
সোশ্যাল মিডিয়া সহ ব্যক্তিগত জীবনে যেভাবে তাঁকে বার বার আক্রমণের মুখে পড়তে তা নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের নীরবতা ভেঙেছেন রণবীর। বলেন, ”আমার বিতর্কিত মন্তব্য নিয়ে বেশকিছুদিন ধরে আমাকে এবং আমার পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছে। মেরে ফেলারও হুমকি দিচ্ছেন কেউ কেউ।” এই বিষয়ে রণবীর আলাহাবাদিয়া মুম্বই পুলিশের সাহায্যের আবেদনও জানিয়েছেন তিনি। যদিও এতদিন মুম্বই পুলিশ এতদিন তার সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। তবে সেই বিষয় নিয়ে মুখ খোলেননি রণবীর (Ranveer Allahbadia)।
তিনি বলেন, ”আমার মা একজন চিকিৎসক। মুম্বইতে তাঁর একটি ক্লিনিক রয়েছে। সেখানে অনেকেই রোগী সেজে এসে আমার মাকে-পরিবারকে খুনের হুমকি দিচ্ছেন।” শনিবার রণবীর (Ranveer Allahbadia) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “আমি অনেকের কাছ থেকে মৃত্যুর হুমকি পাচ্ছি। তারা আমাকে মেরে ফেলতে চায়। আমার পরিবারকেও আক্রমণ করতে করতে চায়। অনেকে ভুয়ো রোগী সেজে আমার মায়ের ক্লিনিকে এসে আক্রমণ করছে। বিষয়টি নিয়ে আমি এবং আমার পরিবার ভয় পাচ্ছি। আমি কী করব বুঝতে পারছি না।”
আরও পড়ুন: https://tribetv.in/tribute-to-pratul-mukhopadhyay-at-rabindra-sadan/
তিনি যে পুলিশের ভয়ে কোথাও পালাচ্ছেন না। সে কথাও জানিয়েছেন তিনি। এমনকি তাঁর মন্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের জন্য তদন্তে পুলিশকে তিনি সবরকম ভাবে সহায়তা করবেন বলেও ইনস্টাগ্রাম পোস্টে জানান তারকা ইউটিউবার। যদিও মুম্বই পুলিশ পর পর দু-দিন তাঁকে বাড়িতে পাননি বলে জানা গিয়েছে। রণবীরের বাড়িতে তালা ঝোলানো ছিলো বলে জানিয়েছে পুলিশ (Ranveer Allahbadia)।
আরও পড়ুন: https://tribetv.in/massive-fire-broke-out-em-bypass-area/
আরও পড়ুন: https://tribetv.in/love-jihad-maharashtra-govt-will-t-brings-a-new-law/
নিজের ইনস্টাগ্রাম পোস্টে রণবীর তার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আরও একবার সকলের ক্ষমা চেয়েছেন তিনি। ‘সঙ্গম’ বা যৌনতা নিয়ে অস্মানজনক মন্তব্যের জন্য তিনি যে আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমা চাওয়া যে তার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে সে কথাও জানাতে ভোলেননি ইউটিউবার রণবীর (Ranveer Allahbadia)। অন্যদিকে, নিজের এফআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। এই বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রণবীরের করা আবেদনের ভিত্তিতে দু-তিনদিনের মধ্যে শুনানি হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রণবীরের আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে জানিয়েছে, জরুরি তালিকাভুক্তির জন্য মামলার মৌখিক উল্লেখ অনুমোদিত নয়। প্রধান বিচারপতি আরও বলেন, ”আমি বেঞ্চকে দায়িত্ব দিয়েছি। আবেদনটি দু-তিন দিনের মধ্যে শোনা হবে।” এখন দেখার রণবীর মামলায় ‘সঙ্গম’ বিতর্কের জল কতদূর গড়ায় (Ranveer Allahbadia)।