ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরে (New year) মাটির কাছাকাছি থাকতে চান রিয়া গাঙ্গুলী (Riya Ganguly)। হাসি মজায় কাটিয়ে দিতে চান ২০২৫। সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চান। তিনি চান না, জীবনে কোনও বিলাসিতা থাকুক। ভুলে যেতে চান না তাঁর শিকড়। আর যদি অভিনেত্রীর ব্যক্তি জীবনের কথা বলেন। নতুন বছরে ব্যক্তি জীবন কীভাবে কাটাবেন? ২০২৪ এ অভিনেত্রীর উপর দিয়ে কম ঝড় ঝাপটা গেল না। স্বামীর থেকে আপাতত তিনি আলাদাই রয়েছেন। নতুন বছরে তিনি চান, বাবা-মা আর তাঁর দুই সন্তানের সঙ্গে খুব ভালো থাকতে। তাহলে কি তাঁর মনের দরজা আপাতত বন্ধ? কী বললেন রিয়া? জানালেন ট্রাইব টিভিকে।
সন্তানদের সুন্দর ভবিষ্যৎ চান (Riya Ganguly)
নতুন বছর মানে, নতুন আশা স্বপ্ন আর গল্পের বুনন। সেখানে সবাই চাইবে, তাদের জীবনটা নতুন করে শুরু হোক। সেক্ষেত্রে অভিনেত্রী রিয়া গাঙ্গুলী (Riya Ganguly) একেবারেই ব্যতিক্রম নন। তিনিও নতুন বছরে জীবনটা নতুন করে সাজাতে চাইছেন। এই বছর তিনি ব্যস্ত থাকতে চান। কাজের মধ্যে থাকতে চান। তিনি কাজ ভীষণ ভালোবাসেন। বাকি সময় তিনি কাটাতে চান তাঁর সন্তানদের সাথে।
সন্তানদের পড়ায় নজর (Riya Ganguly)
সন্তানরা স্কুলে ভর্তি হয়েছে। সন্তানদের পড়াশোনার প্রতি তাঁকে খেয়াল রাখতে হবে। দায়িত্ব অনেকটা বাড়ল। সন্তানরা যাতে একটা সুন্দর ভবিষ্যৎ পায়, তার জন্য বেশি বেশি কাজ করতে হবে। এমনটাই বললেন রিয়া (Riya Ganguly)। নতুন নতুন চরিত্রে কাজ করতে চান। আরেকটা বড় খবর রয়েছে। ২০২৫ কে অভিনেত্রী ধন্যবাদ জানিয়েছেন। কারণ সম্প্রতি একটি সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। নতুন বছরেই শুরু হতে চলেছে নতুন ছবির কাজ।
আরও পড়ুন: Ankita Mallick: নতুন বছরে অঙ্কিতার সামনে নতুন চ্যালেঞ্জ, দুর্গা রূপে কীভাবে মোকাবিলা করবেন?
মনের দরজা বন্ধ (Riya Ganguly)
যদি ব্যক্তিগত জীবনের কথা বলেন। আপাতত আইনি পথে নতুন বছরেই রিয়া (Riya Ganguly) সেটেলমেন্ট চাইছেন। যত তাড়াতাড়ি সম্ভব, নতুন বছরে তিনি আইনি ভাবে বিবাহ বিচ্ছেদে সিলমোহর দেবেন। আপাতত ব্যক্তি জীবন নিয়ে সেভাবে কিছু ভাবছেন না। মনের দরজা বন্ধই রাখছেন। সময় কাটাতে চাইছেন পরিবারের সঙ্গে। বাবা মা আর দুই সন্তানকে নিয়ে খুব খুশি থাকতে চাইছেন। নতুন বছরে তাঁর এইটুকুই চাওয়া।
আরও পড়ুন: Star Theatre: ‘স্টার’ নাম বদলে ‘বিনোদিনী থিয়েটার’, মুখ্যমন্ত্রীর ঘোষণায় মিশ্র-মত শিল্পী-মনে
সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চান
আরেকটা খুব দামি কথা বলেছেন অভিনেত্রী রিয়া। সাধারণ মানুষ হিসেবে তিনি বাঁচতে চান। নিজের শিকড়কে ভুলে গেলে চলবে না। তিনি বহু বড় বড় শিল্পীদের দেখেছেন, যারা মাটির কাছাকাছি থাকেন। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। রিয়াও ঠিক একই ভাবে সাধারণ মানুষের মতো থাকতে চান। মানুষের সাথে সুন্দর ব্যবহার করে হাসি মজায় কাটাতে চাইছেন এই নতুন বছর। বছর শুরুর প্রথম দিন লংড্রাইভে শরৎচন্দ্রের বাড়ি যাবেন, সঙ্গী তাঁর দুই সন্তান।