ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরে ১০০ বছর পূর্ণ হচ্ছে আরএসএসের (RSS)। আর তাকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নিতে চলেছে নাগপুর। পাশাপাশি এরাজ্যে সংগঠন কতটা বৃদ্ধি পেয়েছে তা পর্যালোচনাও করা হবে। সেইসঙ্গে বাংলার মুনিষীদের সাঙ্গে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মধ্যে দিয়ে হিন্দু আবেগকে জাগিয়ে তোলার চেষ্টা করা হবে বলেও খবর।
দুর্গাপুজোর মধ্যেই ১০০ বছর পূর্তি হবে রাষ্টীয় স্বয়ং সেবক সংঘের (RSS)। শতবর্ষে পদার্পনে একাধিক কর্মসূচি নিতে চলেছে মোহন ভাগবতের সংগঠন। বিজয়া দশমীতে বিশেষ কর্মসূচিও নেওয়ার কথা ভাবা হচ্ছে। এরাজ্যের দক্ষিণবঙ্গীয় ক্ষেত্রীয় প্রান্ত প্রচারকদের নিয়ে খুব শীঘ্রই বৈঠকও হবে। সেইসঙ্গে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শাখার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কতটা বেড়েছে সেগুলো নিয়েও পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন: BJP: সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে কালঘাম, লক্ষ্যমাত্রা থেকে কয়েক যোজন দূরে বঙ্গ বিজেপি
মূলত আরএসএস (RSS) কি?
মূলত আরএসএস কি? তারা আদতে কি কাজ করে? সেবা মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তারা, সেই বিষয়বস্তু জনমানসে প্রচার মূলক কর্মসূচি রাখার ভাবনা চিন্তা রয়েছে। অন্যদিকে, সংগঠনের ভাবনায় রয়েছে মিঠুন চক্রবর্তী, প্রণব মুখার্জির মত আরও সমাজের মানুষদের সংঘের নামের সাথে যুক্ত করা। এর মাধ্যমে রাজ্যের বাঙালিদের মধ্যে আরএসএস (RSS) সম্পর্কে ধারণা রয়েছে তাকে আরও বৃদ্ধি করা।
আরও পড়ুন: Tmc News: একই রাস্তার উদ্বোধনে বিধায়ক-কর্মাধ্যক্ষ, ভোটের আগে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ
সূত্রের খবর, বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বাংলার যে মনীষীরা রয়েছেন তাদের শুধু শ্রদ্ধাঞ্জলি দেওয়াই নয় সেইসঙ্গে হিন্দুদের আবেগ নিয়ে আলোচনা সভার আয়েজন করা। তবে সংখ্যালঘুদের নিয়ে আরএসএসের (RSS) কোনও ছুতমার্গ না রাখার বিষয়ও ভাবনায় রয়েছে। তাদের উপাচার নিয়ে যে সংঘের কোনও বিরোধিতা নেই সেগুলো আরও বেশি করে প্রচার কর্মসূচি রাখার পরিকল্পনা করা হচ্ছে।