ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নভেম্বরের শেষে জমিয়ে শীতের আমেজ রাজ্যে। ১ থেকে ২ ডিগ্রি কমল শহরের তাপমাত্রা। রাতের পারদ নামল ১৭-র ঘরে (kolkata weather)। দিনের তাপমাত্রাও নেমে এল ২৬-এ। পারদ পতনে সকাল থেকে রাত পর্যন্ত শীতের আমেজ। জেলায় জেলায় বাড়ছে কুয়াশার দাপট।
যদিও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। নভেম্বর মাসে রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (alipore weather office)। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও এখনই জাঁকিয়ে শীত পড়বে না রাজ্যে।
আরও পড়ুন: রাজ্যে ফের নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী ব্যক্তি
কেবল তিলোত্তমাই (kolkata weather) নয় পাশাপাশি দক্ষিণবঙ্গের (South bengal weather) অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা নামতে শুরু করেছে। এর মাঝেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত। ২৫ নভেম্বর সোমবার নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। তারপর তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। যদিও এ রাজ্যে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে না।
আরও পড়ুন: তিক্ত সম্পর্কে মিষ্টির ছোঁয়া, মুখ্যমন্ত্রীকে উপহার পাঠালেন রাজ্যপাল বোস
আরও পড়ুন: West bengal Byelection results: উপনির্বাচনে সবুজ ঝড়, মেদিনীপুরেও তৃণমূল
এই কয়েক দিন কলকাতায় (Weather forecast) তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। ১৭ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। কলকাতায় এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৭ শতাংশ।