ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কয়েকদিন পরেই ভারত সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরিস্থিতিতে পুতিনের ভারত সফরের দিকেই তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমি দুনিয়া। বিশেষ করে ন্যাটো গোষ্ঠীর দেশগুলির কাছে পুতিনের ভারত সফর কূটনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ।
পুতিনের সফরে সামরিক চুক্তি (Vladimir Putin)
পুতিনের (Vladimir Putin) ভারত সফর মানেই অনেকগুলি সামরিক চুক্তি ও দুই দেশের মধ্যে সমরাস্ত্র বিনিময়ে নতুন চমক থাকবেই। আর এই বিষয়ে নতুন করে জল্পনা উস্কে দিলেন ভারতের অবসরপ্রাপ্ত বায়ুসেনা অফিসার গ্রুপ ক্যাপ্টেন উত্তম কুমার দেবনাথ। তিনি রাশিয়ান সংবাদ সংস্থা ”স্পুটনিক” কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতের কাছে রাশিয়ার “ওরেশনিক”-এর মতো ক্ষেপণাস্ত্র থাকা খুবই জরুরি, ভারতেরও আগ্রহ রয়েছে। আর ভারতের আগ্রহ থাকলে সেই উন্নত সামরিক প্রযুক্তি ভারতকে দিতে কখনোই পিছিয়ে যায়নি রাশিয়া।
ওরেশনিক কী? (Vladimir Putin)
“ওরেশনিক” হল একধরনের ইন্টারকন্টিনেণ্টাল ব্যালেস্টিক মিসাইল (Vladimir Putin)। যা শব্দের চেয়ে ১০ গুণ গতিতে উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে। প্রতি সেকেন্ডে আড়াই থেকে তিন কিলোমিটার বেগে ছোটার ক্ষমতা রয়েছে এই ইন্টারকন্টিনেণ্টাল ব্যালেস্টিক মিসাইল ওরেশনিকের। এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে একই সঙ্গে মোট ছ’টি নিশানায় আঘাত হানা যায়। এমনকি দাবি করা হয় যে কোনও ধরনের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম এই “ওরেশনিক” ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ডিটেক্ট করে ধ্বংস করতে পারবে না।
আরও পড়ুন: INS Tushil: নৌসেনার হাতে অত্যাধুনিক জাহাজ! চাপে প্রতিবেশিরা
অপারেশন ডেনিপ্রো
এবছর ২১ নভেম্বরে “অপারেশন ডেনিপ্রো” নামে ইউক্রেনে একটি হামলা চালিয়েছিল রুশ সেনা বাহিনী। যে হামলায় ডেনিপ্রো শহরের উপর “ওরেশনিক” ইন্টারকন্টিনেণ্টাল ব্যালেস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছে রাশিয়া। এমনকি এই অপারেশনের পর ইউক্রেনীয় সেনা স্বীকার করেছে, মাত্র ১৫ মিনিটে এক হাজার কিলোমিটার পথ পেরিয়ে রুশ ক্ষেপণাস্ত্রটি ডেনিপ্রো শহরের উপর আঘাত করেছে।
নতুন নয় রাশিয়ার সঙ্গে লেনদেন
রাশিয়ার থেকে ভারতের উন্নত প্রযুক্তির সমরাস্ত্র নেওয়া এই প্রথম নয়। এর আগে রুশ-ভারত যৌথ উদ্যোগে তৈরি হয়েছে সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্র “ব্রহ্মস”। এখন এই ক্ষেপণাস্ত্রটি ভারতের মাটিতেই তৈরি হচ্ছে। তাই এবারের ভারত সফরে এসে পুতিন যে ভারতের আগ্রহে সারা দিয়ে এই ইন্টারকন্টিনেণ্টাল ব্যালেস্টিক মিসাইল ওরেশনিক ভারতের হাতে তুলে দিতেই পারে তাও অস্বাভাবিক কিছু নয়।
৩এম২২ জ়ারকন হাইপারসোনিক মিসাইল
এছাড়াও পুতিনের এবারের ভারত সফরে “৩এম২২ জ়ারকন” হাইপারসোনিক মিসাইল নিয়ে প্রেসিডেন্ট পুতিনকে বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মিসাইলের প্রযুক্তিতেই ভারত তৈরি করবে “ব্রহ্মস ২” হাইপারসোনিক ক্রুজ়় মিসাইল। ভারতের কাছে ফান্ডের অভাবের কারণে এই মিসাইল প্রজেক্ট এখন বন্ধ রয়েছে। এছাড়াও যুদ্ধের কারণে এই প্রযুক্তির বিনিময় অনেকটা পিছিয়ে গেছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবার ভারতে এলে এইসব সমস্যার অবসান ঘটিয়ে আবারও শুরু হতে পারে “ব্রহ্মস ২” মিসাইল প্রজেক্ট।
আরও পড়ুন: Eknath Shinde for Home Ministry: ‘স্বরাষ্ট্র চাই’! দাবিতে অনড় সেনা, কী হবে ভবিষ্যৎ?
দরকার উন্নত ফাইটার
রাশিয়ার প্রেসিডেন্ট এলে আরও একটি সামরিক প্রযুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে। বহুদিন ধরে ভারতীয় বায়ুসেনায় প্রয়োজন রয়েছে উন্নত মানের ফাইটার জেটের। এর আগে পঞ্চম প্রজন্মের “এসইউ-৫৭ ফ্যালকন” স্টেলথ জেট যুদ্ধ বিমান সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। অনেক বেশি দামের জন্য সেই প্রস্তাবে এগোয়নি ভারত। এবার পুতিনের ভারত সফরের আগে ভারতকে ফের আবার সেই প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে এই “এসইউ-৫৭ ফ্যালকন” যুদ্ধ বিমানের দাম বেশ খানিকটা কমিয়ে দিয়েছে রাশিয়া।
বিমান কেনার খুঁটিনাটি
এই যুদ্ধবিমানটি হাইপারসনিক মিসাইল বহন করতেও সক্ষম। পাশাপাশি এই বিমান কেনার ক্ষেত্রে ভারত ভারতীয় মুদ্রা অথবা রাশিয়ান মুদ্রা ব্যবহার করে লেনদেন করতে পারবে বলেও জানা যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে একের পর এক সামরিক চুক্তি ও প্রযুক্তির বিনিময়ের ঘটনা প্রকাশ্যে আশা কী রাশিয়ার তরফে পশ্চিমি দুনিয়াকে দেওয়া কূটনৈতিক চাল! সেটা বোঝা যাবে আগামী বছরের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের পর।